সৌরভ রাজনীতিতে আসুক,
ক্রীড়ামন্ত্রী হোক

সৌরভের আইপিএল থেকে অবসরের খবরটা কাগজে পড়লাম। তার পর দেখছি বিভিন্ন টিভি চ্যানেলে, শো-য়ে আলোচনাসভা বসে গিয়েছে সৌরভের ভবিষ্যৎ নিয়ে। মানে, এর পর সৌরভ কী করবে? কেউ চাইছেন, মেন্টর হোক। ঢুকে পড়ুক আইপিএলের কোনও একটা ফ্র্যাঞ্চাইজিতে। কেউ আবার বলছেন, বাংলা ক্রিকেটের সঙ্গে এ বার ওতঃপ্রোত ভাবে জড়িয়ে পড়ুক। তুলে আনুক আরও কয়েকটা মনোজ, অশোক দিন্দা, এমনকী আর একটা সৌরভও।
আমাকে যদি জিজ্ঞেস করেন, উত্তরটা একটু অন্য রকম শোনাবে। দেখুন, সৌরভের মতো ব্যক্তিত্ব একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকুক, আমি চাই না। চাই, ওর প্রতিভার বিস্তৃত ব্যবহার হোক। সৌরভ কোন কাজটা পারে না? দুর্ধর্ষ ক্রিকেটার, দুর্দান্ত অধিনায়ক, সে তো সবার জানা। কিন্তু একই সঙ্গে আবার ও কমেন্ট্রিবক্সে বসলে চোখ ফেরানো যায় না। ওর লেখা পড়লে মনে হয়, কী অপূর্ব বিশ্লেষণী ক্ষমতা! যার এত বহুমুখী ক্ষমতা, সে কেন একটা নির্দিষ্ট কাজে বাঁধা পড়বে?
আমি তো বলব, সৌরভের রাজনীতিতে এ বার আসা উচিত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হিসেবে ওকে আমি দেখতে চাই। বাইশ গজের দুনিয়া থেকে ওকে চিরতরে চলে যেতে দেখে যাঁরা মনখারাপ করছেন, তাঁরা এ ভাবে একটু ভাবুন না। সচিন রাজনীতিবিদ হিসেবে যা করছে, তার চেয়ে দশগুণ বেশি সৌরভ করতে পারবে। জীবনে ব্যাট না ধরে, ফুটবলে একটাও শট না নিয়ে অজয় মাকেন চব্বিশ ঘণ্টা আগেও আমাদের ক্রীড়ামন্ত্রী ছিলেন। উনি হতে পারলে সৌরভ কেন হবে না? আমি বিশ্বাস করি, সৌরভ যদি হাল ধরে, দেশে খেলাধুলোর সার্বিক উন্নতি হতে বাধ্য। যে লোক টেকনিক্যাল কমিটিতে এসে রঞ্জি নিয়ে ও রকম আধুনিক প্রস্তাব দিতে পারে, সে অন্য খেলার উন্নতি ঘটাতে পারবে না, আমি মনে করি না। কিছু না করেই সিধু, চেতন চৌহ্বান, আসলাম শের খানের মতো খেলোয়াড়রা এমপি হয়েছে। সেখানে সৌরভ সব দিক থেকে যোগ্য। ম্যাচ রেফারি হিসেবে আমাকে দেশের নানা জায়গায় ঘুরতে হয়। আইপিএলেও ম্যাচ রেফারির দায়িত্ব সামলাতে হয়েছে। দেখেছি, দেশজুড়ে সৌরভের জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ের। ও রাজনীতিতে এলেও কিন্তু তরুণ প্রজন্মের কাছে আইকনই থাকবে।
আরও একটা অনুরোধ করব। আইপিএলে সৌরভ কী করেছে না করেছে, তা দিয়ে ওকে দয়া করে কেউ বিচার করতে বসবেন না। আইপিএল আদতে কেমন জানেন? বলিউড, গ্ল্যামার, সব কিছুর সঙ্গে ক্রিকেটের সখ্যতা। যেখানে বিতর্কিত চরিত্র থাকলে আরও জমে। তাই মনে করি, কোন ফ্র্যাঞ্চাইজি সৌরভের সঙ্গে কী করেছে, তা নিয়ে বিশেষ মাথা ঘামানোর দরকার নেই। আইপিএল কোনও দিনই আসল সৌরভকে চেনায়নি। এমনকী কোনও ক্রিকেটারকেই কখনও চেনাতে পারে না। আসল সৌরভকে দেখতে হলে আপনাকে টেস্ট ক্রিকেটের সৌরভকে দেখতে হবে। ’৯৬-এর লর্ডসে যে কি না হাজার ঝঞ্ঝা সামলে সেঞ্চুরি করে বেরিয়ে এল, দেশের সর্বকালের সেরা অধিনায়ক হয়ে দেখাল, তাকে আমি আইপিএল দিয়ে বিচার করব কোন দুঃখে?
ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, সৌরভ ক্রিকেট থেকে আর আনন্দ পাচ্ছিল না বলেই সরে গিয়েছে। যেটা হতেই পারে। ড্রেসিংরুমটা হয়তো কোনও কারণে পছন্দ হচ্ছিল না। ওর বিচার-বুদ্ধি নিয়ে কোনও কথা চলে না। সিদ্ধান্তটা ওর ব্যক্তিগত। আর ঠিক সিদ্ধান্ত। এত হা-হুতাশের কোনও দরকার তাই দেখছি না। বরং চাইব, নতুন আঙ্গিকে, নতুন এক সৌরভকে দেখতে। আপামর বাঙালিও যে তাতে খুশি হবে সন্দেহ নেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.