উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
প্রাচীন অর্ধনারীশ্বর মূর্তি পেয়ে পুজো শুরু সুখচরে |
|
বিতান ভট্টাচার্য, কলকাতা: প্রায় হাজার বছরের পুরনো একটি অর্ধনারীশ্বর মূর্তি খুঁজে পাওয়ার পরে রাতারাতি তার পুজো শুরু হয়ে গিয়েছে। কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার সুখচরে ওই মূর্তিটির গায়ে সিঁদুর, আলতা দেওয়া হচ্ছে। মাথায় ঢালা হচ্ছে গঙ্গাজল। পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের বক্তব্য, পাল-সেন যুগের ওই মূর্তি অবিলম্বে সংরক্ষণ করা দরকার। এই ভাবে নিয়মিত পুজো হলে বিগ্রহটি নষ্ট হয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের প্রধান রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায় বলেন, “সেনদের সময়ে ভাগীরথীর ধারে সুখচরে অর্ধনারীশ্বরের একটি মন্দির করা হয়েছিল বলে অনুমান করা হয়। ধোয়ীর পবনদূতেও এই অর্ধনারীশ্বর মন্দিরটির উল্লেখ রয়েছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, কুলতলি: নিয়মিত নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন না, এই অভিযোগ তুলে কুলতলির অম্বিকানগর হাইস্কুলের কয়েক জন শিক্ষক-শিক্ষিকাকে প্রায় ৪০ মিনিট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। বুধবার সকালে স্কুলের গেটের সামনেই ওই বিক্ষোভ হয়। শেষমেশ পুলিশি হস্তক্ষেপে ওই শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ঢুকতে পারেন। তাঁদের অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁদের উদ্দেশে কটূক্তিও করেন।
যে অভিযোগ তুলে এ দিন বিক্ষোভ হয়, সেই একই অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সম্পাদকেরও। |
শিক্ষক-শিক্ষিকাদের
ঘেরাও করে বিক্ষোভ
কুলতলির স্কুলে |
|
|
|
চুরির অভিযোগে
গ্রেফতার দম্পতি
এবং বালক-বালিকা |
স্কুলে ঢুকে শিক্ষিকাকে
মারধরের অভিযোগ
স্বামীর বিরুদ্ধে |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ব্যাঙ্ক থেকে মিলছে না টাকা, ক্ষোভ শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: শ্রমিকদের মজুরির চেক জমা পড়েছে প্রায় পৌনে দু’মাস আগে। কিন্তু এখনও ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলতে পারেননি আরামবাগের হরিণখোলা-১ পঞ্চায়েত এলাকার ১০০ দিনের কাজ প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ২০০ শ্রমিক। হরিণখোলার যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে ওই টাকা পাওয়ার কথা, সেই শাখার কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে প্রায় প্রতিদিনই ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা। |
|
নাবালিকা বিয়ে করতে এসে গ্রেফতার দুই ভাই |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|