বধূর দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী |
এক মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় হুগলি জেলার খানাকুলের শঙ্করপুর গ্রামের বাসিন্দা মনিরা বেগম (৩০) নামে ওই বধূর ঝুলন্ত দেহ স্থানীয় একটি মোবাইল ফোনের টাওয়ার থেকে উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে গ্রেফতার করা হয় ওই বধূর স্বামী সরিফুল আকনকে। পুলিশে দায়ের করা অভিযোগে বধূর দিদি, স্থানীয় ঘোষপুর গ্রামের বাসিন্দা রিজিয়া বেগম জানিয়েছেন, বিয়ের কয়েক বছর পর থেকেই সন্দেহের বশে বোনের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তার জেরেই বোন আত্মঘাতী হয়েছেন। বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ ৭ জনের নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, বাকি ৬ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে বুধবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
পুকুর থেকে উদ্ধার হল আড়াই বছরের এক শিশুর দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ২ নম্বর কেওটা মিলিটারি কলোনিতে। পুলিশ জানায়, মৃত শিশুর নাম রোহিত অধিকারী। এ দিন সকাল ১০টা নাগাদ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসারদের অনুমান, জলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই শিশুর।
|
মালিদের সাহায্যার্থে ফুটবল |
ময়দানের মালিদের সাহায্যার্থে প্রদর্শনী ফুটবল হল চন্দননগরে। আয়োজক চন্দননগরের সংগঠন ‘আমাদের প্রয়াস’। সম্প্রতি চন্দননগর হাসপাতাল মাঠে ওই খেলায় কলকাতা একাদশ ৩-০ গোলে হারিয়ে দেয় চন্দননগর একাদশকে। কলকাতা ও চন্দননগরের ৯ জন মালির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। ৭ জন কলকাতার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের সদস্য সন্দীপন দাস এবং প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যও সংবর্ধিত হন। অতিথি ছিলেন ব্যারেটো।
|
ফাইনালে বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব |
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের প্রথম সেমিফাইনালটি হয়ে গেল বুধবার। আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ১-০ গোলে হারিয়ে দেয় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘকে। গোলদাতা মনোতোষ হাঁসদা। মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলাটি হয় আরামবাগের জুবিলি পার্ক মাঠে। অন্য দিকে, এ দিন কামারপুকুর বিবেকানন্দ যুবক সঙ্ঘ আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালটি হল। তাজপুর উচ্চ বিদ্যালয় ২-১ গোলে সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয়কে হারায়। বিজয়ীদের পক্ষে গোল দু’টি করে মানিক হাঁসদা এবং অশোক মালিক। সাতবেড়িয়ার পক্ষে গোলদাতা কিশোর সরেন। খেলাটি হয় স্থানীয় মেলাতলা মাঠে।
|
তেল ভাসছে জমিতে, বন্ধ চাষ |
বিকল ট্রান্সফর্মারের তেল পড়ে নষ্ট হওয়া প্রায় ২৫ বিঘা জমিতে আমন ধান চাষ করতে পারলেন না প্রায় ২৮ জন চাষি। বিদ্যুৎ বণ্টন কোম্পানির কাছে ক্ষতিপূরণের আবেদন করছেন তাঁরা। প্রতিকার চেয়ে গোঘাট পঞ্চায়েত, গোঘাট ১ বিডিও এবং আরামবাগের মহকুমাশাসকের কাছেও একই আবেদন করেছেন তাঁরা। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তটুকুও না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে তাঁদের মধ্যে। এলাকার বিডিও দেবময় বিশ্বাস বলেন, “বিদ্যুৎ বণ্টন কোম্পানিকে জানানো হয়েছে।”
|
সম্প্রতি আরামবাগের গৌরহাটি স্বামীজী সঙ্ঘের পরিচালনায় ৮ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গৌরহাটি মাঠে। ফাইনালে আমতা প্রগতি সঙ্ঘ ২-১ গোলে খাটোগ্রাম মনসামাতা ক্লাবকে হারায়। আমতার পক্ষে গোল দু’টি করেন জয়দেব কোলে এবং অনুপ মাকাল। খাটোগ্রামের পক্ষে একমাত্র গোলটি করেন প্রশান্ত হাঁসদা।
|
বালিতে গঙ্গায় প্রতিমা বিসর্জনে গিয়ে বুধবার তলিয়ে যান অর্জুন রায় নামে এক যুবক। পুলিশ জানায়, তিন যুবককে তলিয়ে যেতে দেখে সোমনাথ সরকার নামে এক বালক নৌকোর থার্মোকল ছুড়ে দু’জনকে উদ্ধার করে। |