মিড ডে মিলের চালের হিসেব চেয়ে ঘেরাও |
মিড ডে মিলের চাল বিক্রির অভিযোগে ঘেরাও হলেন হিঙ্গলগঞ্জের দুলদুলি মঠবাড়ি দেবনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত অভিভাবকেরা ঘেরাও করে রাখেন তাঁকে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিল নিয়ে গণ্ডগোলের জেরে গত ফেব্রুয়ারি মাস থেকে এই স্কুলে রান্না বন্ধ হয়ে গিয়েছিল। এ মাসের শুরুর দিকে প্রশাসনের হস্তক্ষেপে ফের মিড ডে মিল চালু হয়। অভিভাবকদের তরফে গোপাল মণ্ডল, অলোক মণ্ডলের অভিযোগ, গত ২৩ মার্চ স্থানীয় এক রেশন ডিলারের কাছ থেকে মিড ডে মিল বাবদ ২৩ কুইন্ট্যাল চাল তোলেন প্রধান শিক্ষক পলাশ বর্মণ। সপ্তাহ খানেক আগে সেই চালের হিসেব চাইলে মাত্র ৯ কুইন্ট্যাল চালের হিসেব দিতে পারেন তিনি। বাকি চালের হিসেব না মেলায় এ দিন ঘেরাও হন পলাশবাবু। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ শিকদার বলেন, “আগামী রবিবার বাকি চালের হিসেব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান শিক্ষক।” পলাশবাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
|
এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে হাবরার আক্রমপুর থেকে অক্ষয় ওরফে অভয় দাস (৩০) নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান। আক্রমপুরে শ্বশুরবাড়িতে থাকতেন অক্ষয়। তাঁর বাড়ি অশোকনগরের ভাণ্ডারগাছা এলাকায়। অভয়ের মা রেণুবালাদেবী পুলিশের কাছে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশকে রেণুবালাদেবী জানিয়েছেন, এক মহিলার কাছ থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে দেখেন ছেলে মারা গিয়েছে। ছেলের শ্বশুরবাড়িতে গিয়ে তিনি কাউকে পাননি। বেশ কিছু দিন ধরেই শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছিল বলে ছেলে তাঁকে জানিয়েছিল। পুলিশ জানায়, দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
মাদক পাচারের সময়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ওমর আলি গাজি ওরফে বাঁটুল নামে ওই দুষ্কৃতীকে বসিরহাটের ইছামতী সেতুর উপর থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মেরুদণ্ডী গ্রামে। ধৃতের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাত সাড়ে ৮টা নাগাদ সেতুর উপরে এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিল ওমর। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ তাকে ধরে ফেল। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে মাদক পাচার, নারী পাচার-সহ নানা অভিযোগ আছে। বুধবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের নৈহাটিতে। পুলিশ জানায়, মৃতের নাম প্রসেনজিৎ বিশ্বাস (২২)। বিশ্বকর্মা পুজোর প্রতিমা ভাসান দিয়ে আসার পরে ভিজে কাপড়ে মণ্ডপের বিদ্যুতের তার গোছাচ্ছিলেন তিনি। সে সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
|
সুপারি পাচারের চেষ্টা, গ্রেফতার |
বাংলাদেশে পাচারের সময় ৫ কুইন্ট্যাল সুপারি বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি গাড়িকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেন। পুলিশ গাড়িটি আটক করে। সেখানেই মেলে সুপারি। ধৃত নাসিরউদ্দিন মণ্ডলের বাড়ি স্বরূপনগরেরই বিথারিতে। পুলিশের দাবি, জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, সমস্ত সুপারি বাংলাদেশে পাচারের ছক ছিল।
|
রাস্তার কাজের সূচনা হাবরায় |
হাবরা-১ ব্লকের পৃথিবা পঞ্চায়েতের অধীন বদরহাট থেকে বামিহাটি পর্যন্ত ইটের রাস্তাটি পিচ দিয়ে তৈরির কাজের সূচনা হল বুধবার। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) টাকায় রাস্তাটি তৈরি করা হবে। খরচ ধরা হয়েছে ৬ কোটি ২১ লক্ষ টাকা। পঞ্চায়েত এলাকার ৯টি গ্রামের মানুষ রাস্তাটি ব্যবহার করেন। এ দিন ওই কাজের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন।
|
বারাসতের এক বাড়ি থেকে মঙ্গলবার ১৬ জন গ্রেফতার হল। ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৮ জনকে চুরি-ছিনতাইয়ের অভিযোগে এবং এদেরকে রাখার অভিযোগে গৃহকর্তা জোসেফ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। |