দুই বালক-বালিকাকে দিয়ে প্রতিবেশীর বাড়িতে চুরি করানোর অভিযোগে গ্রেফতার করা হল এক দম্পতিকে। পুলিশ ওই বালক-বালিকাকেও ধরেছে। মঙ্গলবার বিকেলে ধৃত হাবরার প্রতাপনগর এলাকার বাসিন্দা, তপন দত্ত এবং শিখা দত্ত নামে ওই দম্পতি অপরাধের কথা কবুল করেছেন বলে পুলিশের দাবি। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সাড়ে ৪৮ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনাটি ঘটে সোমবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপনগরের বাসিন্দা জয়হরি পাল গাইঘাটা ব্লক অফিসের কর্মী। সোমবার তিনি কাজ থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন আলমারি খোলা। টাকা গায়েব। সে দিন বাড়িতে আর কেউ ছিলেন না। তাঁর সন্দেহ গিয়ে পড়ে পাড়ার দুই ভাইবোনের উপরে। বছর দশেকের ওই বালক এবং তার চেয়ে বছর দুয়েকের বড় দিদি তপনবাবুদের আশ্রিত। তপনবাবুরই একটি ঘরে থাকে। দুই ভাইবোনের বাবা অন্যত্র চলে গিয়েছেন। মা পরিচারিকার কাজ করেন।
পাড়ার ওই দুই ছেলেমেয়ে প্রায়ই জয়হরিবাবুর বাড়িতে আসত। মাস দেড়েক আগে তাঁর আলমারি থেকে ৭ হাজার টাকা চুরি যায়। সেই সময়ে স্থানীয় ক্লাবের ছেলেরা ওই দুই ভাইবোনকে ধরে টাকা উদ্ধার করে দেয় বলে জয়হরিবাবু পুলিশকে জানিয়েছেন। এ ক্ষেত্রেও জয়হরিবাবু প্রথমে ওই ক্লাবের সদস্যদেরই ঘটনার কথা জানান। ক্লাবের তরফ থেকে দুই ভাইবোনকে ডেকে আনা হয়। তাঁদের উপরে কারও সন্দেহ যাতে না পড়ে, সে জন্য শিখাদেবীরা তাঁদের ৫০ টাকা চুরি গিয়েছে বলেও রটিয়ে দেন। পুলিশ জানায়, ক্লাবের ছেলেদের কাছে দুই বালক-বালিকা অপরাধের কথা কবুল করে জানায়, তপনবাবুরাই জয়হরিবাবুর বাড়ি থেকে টাকা আনতে বলেছিলেন। পাইপ বেয়ে উঠে তারা জয়হরিবাবুর ঘরে ঢোকে। এর পরে ক্লাবের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। জয়হরিবাবু বলেন, “নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ছোট ছোট দুই ভাইবোনকে বিপথে চালিত করছেন তপনবাবুরা। এটা মেনে নেওয়া যায় না। তাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।” |