উত্তরবঙ্গ |
রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ ডালু |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: মালদহ-সুরাট, নতুন ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি মালদহের দুই কংগ্রেস সাংসদকে। শনিবার, নিজের সংসদীয় এলাকায় রেলের ওই অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি তথা মালদহ (দক্ষিণ) কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং মালদহ (উত্তর) কেন্দ্রের কংগ্রেস সাংসদ মৌসম বেগম নুর, আমন্ত্রিত ছিলেন না কেউই। অথচ, সেই সন্ধ্যায় মালদহে ছিলেন দু’জনেই। কিন্তু ওই উদ্বোধনের কথা তাঁদের দু’জনকে জানানোই হয়নি বলে দাবি করেছেন দুই সাংসদ। |
|
কাল মমতা কোচবিহারে |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করছে জেলা পুলিশ। ১০ জুলাই, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও অসম লাগোয়া কোচবিহারে আসছেন। পরদিন বুধবার জেলার পুলিশ, প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পরে রাজবাড়ি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মনীষী পঞ্চানন বর্মার নামে একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস-সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করবেন বলে ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রীর ওই সফর ঘিরেই নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। |
|
|
গোষ্ঠী-দ্বন্দ্ব মেটাতে নেত্রীর নির্দেশ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সব প্রার্থী প্রত্যাহারের
ভাবনা সিপিএমে |
কিশোর সাহা, শিলিগুড়ি: মনোনয়নপত্র তুলতে যাওয়া দলীয় প্রার্থীদের সঙ্গী হয়ে ‘আক্রান্ত’ হয়েছেন দলের প্রাক্তন সাংসদ। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর বাড়িতে ‘হামলা’ হয়েছে। মনোনয়ন প্রত্যাহার না করলে প্রার্থীকে ‘একঘরে’ করার ‘হুমকি’ও দেওয়া হয়েছে। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে এমনই নানা সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে আসন্ন ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) ভোটে দলের সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা ভাবছে সিপিএম। |
|
নিজস্ব প্রতিবেদন: কোথাও ক্রেতারা দামে ঠকছেন। কোথাও ঠকছেন ওজনে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন সকালে শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে হানা দিয়ে এমনই অভিজ্ঞতা হল প্রশাসনিক কর্তাদের। এদিন শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব শহরের মহাবীরস্থান, বিধান মার্কেট এবং সুভাষপল্লি বাজারে হানা দেন। হাতেনাতে ধরার পরে বেশ কয়েকজন বিক্রেতাকে বাধ্য করেন ক্রেতাদের বাড়তি দাম ফেরত দিতে। অভিযুক্তদের জরিমানাও করা হয়। বেশ কয়েকজন বিক্রেতার দাড়িপাল্লা এবং বাটখারা বাজেয়াপ্ত করা হয়। |
প্রশাসনের
নজরদারি চলছেই |
|
সাইকেলে টহল শুরু |
|
অসমে ৩টি দেহ উদ্ধার |
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
চিত্র সংবাদ |
|
|