টুকরো খবর
প্রার্থী প্রত্যাহারের ভাবনা সিপিএমে
মনোনয়নপত্র তুলতে যাওয়া দলীয় প্রার্থীদের সঙ্গী হয়ে ‘আক্রান্ত’ হয়েছেন দলের প্রাক্তন সাংসদ। মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর বাড়িতে ‘হামলা’ হয়েছে। মনোনয়ন প্রত্যাহার না করলে প্রার্থীকে ‘একঘরে’ করার ‘হুমকি’ও দেওয়া হয়েছে। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে এমনই নানা সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) ভোটে দলের সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের কথা ভাবছে সিপিএম। রবিবার সিপিএমের দার্জিলিং জেলার কার্যকরী সম্পাদক জীবেশ সরকার এবং সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “আমরা গোড়া থেকে বলছিলাম, দার্জিলিং পাহাড়ে অবাধ ভোটের পরিবেশ তৈরি হয়নি। এখন রোজই আমাদের পাহাড়ের নেতা-কর্মীদের যে ভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাঁদের উপরে হামলা হচ্ছে, তাতে সব প্রার্থী প্রত্যাহার করার কথা ভাবতে হচ্ছে।”

পুর পরিষেবা নিয়ে অভিযোগ
অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরসভার ভূমিকা, রাস্তাঘাটের বেহাল পরিস্থিতিতে পূর্ত বিভাগের কাজকর্ম, শহরের সাফাই পরিষেবা নিয়ে অভিযোগ তুলল শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেস। কংগ্রেস-তৃণমূল জোটের ক্ষমতায় থাকা শিলিগুড়ি পুরসভার আইএনটিইউসি নিয়ন্ত্রিত পুর কর্মচারীদের ওই সংগঠনের তরফেই অভিযোগ তোলা হয়েছে। রবিবার শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেসের সভাপতি তথা জেলা আইএনটিইউসি’র সভাপতি অলক চক্রবর্তী বলেন, “শহরে যত্রতত্র অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। অথচ পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারছেন না। সম্প্রতি অনিয়মের অভিযোগ ওঠা ১১ টি বহু তলের নকশা অনুমোদন করানোর ক্ষেত্রে দলের কাউন্সিলরদের একাংশই বিরোধিতা করেছেন। তার উপর অ্যাসেসমেন্ট বিভাগের আর্থিক দুর্নীতি নিয়ে কংগ্রেসের দুই কাউন্সিলের তরজায় বাসিন্দাদের কাছে বর্তমান পুরবোর্ড সম্পর্কে ভুলবার্তা যাচ্ছে। এ সব ব্যাপারে দলের কাউন্সিলরদের নিয়ে দলীয় নেতৃত্বের আলোচনায় বসা উচিত।” জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার অবশ্য অলকবাবুর বক্তব্য নিয়ে কোনমন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, “কাজে কলকাতায় যেতে হচ্ছে। সেখান থেকে ফিরে দলের কাউন্সিলরদের নিয়ে আলোচনায় বসব।” মেয়র গঙ্গোত্রী দত্ত জানিয়েছেন, শহরের বাসিন্দাদের উন্নত নাগরিক পরিষেবা দিতে পুর কর্তৃপক্ষ সচেষ্ট। রাস্তাঘাট কিছু জায়গায় খারাপ রয়েছে। তা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। শহরের অনেক রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও তা মেরামত করা হচ্ছে না বলেও এ দিন সরব হন অলকবাবু। তিনি জানান, শহরের সাফাই কাজ নিয়েও বাসিন্দাদের প্রশ্ন রয়েছে। নির্বাচনের আগে বাসিন্দাদের কাছে জোটের হয়ে তাঁরা ভোট চাইতে গিয়েছিলেন। সে কারণে তাঁদের অনেকেই এখন এ সব ব্যাপারে প্রশ্ন তুলছেন।

আন্দোলনের হুমকি
‘পার্কিং ফি’ বাড়ানোয় আন্দোলনের হুমকি দিলেন বাস মালিকরা। রবিবার এনবিএসটিসি’র শিলিগুড়ির বাস টার্মিনাসে তাঁরা জানান, বড় বাসের ২৫ টাকা ও ছোট বাসের ২০ টাকার বদলে যথাক্রমে ৬০ ও ৫০ টাকা করা হয়েছে। এনবিএসটিসির শিলিগুড়ি ডিভিশন ম্যানেজার উত্তম গণ বলেন, “৮ বছরে ও ভাড়া না বাড়ালে পরিষেবা দেওয়া কঠিন হবে।”

অপহরণের নালিশ
এক যুবতীকে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার মাটিগাড়া থানায় অভিযোগ জানান ওই পরিবারের সদস্যরা। ওই মহিলার নাম শিপ্রা মণ্ডল। বাড়ি শিবমন্দিরে। বুধবার বিকালে স্কুটার নিয়ে তিনি বাড়ি থেকে বেরোন। তার পর কোনও খোঁজ নেই। প্রথমে পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এ দিন অপহরণের অভিযোগ হয়।

সভাপতি হলেন বিপ্লব মিত্র
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সভাপতি মনোনীত হলেন তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। শনিবার কলেজের সদস্যদের এক সভায় সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন। এর আগে এই কলেজের সভাপতি ছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তণ মন্ত্রী নারায়ণ বিশ্বাস। এ বারে কলেজ ভোটে এসএফআইকে হারিয়ে ছাত্রসংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ। তারপরেই নারায়ণবাবু ইস্তফা দিলে পদটি শূন্য ছিল।

স্মারকলিপি
জলপাইগুড়িতে সন্ধ্যায় একাংশ যুবক বেপরোয়া মোটরবাইক চালানোয় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে অভিযোগে রবিবার আইসিকে স্মারকলিপি দেয় তৃণমূল।

জয়ী বাম
নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে রবিবার সব আসনেই জয়ী হলেন বাম মনোভাবাপন্ন প্রার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.