মানসিক রোগীদের অধিকার
রক্ষায় প্রশিক্ষণ |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: মানসিক হাসপাতালে এ বার মানবাধিকার রক্ষার পাঠ। রোগীদের মারধর, পোশাক না পরিয়ে রাখা, চিকিৎসার নামে বেঁধে রাখার অভিযোগ যে হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার ওঠে, এ বার রাজ্যের সেই মানসিক হাসপাতালগুলির নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের মানবাধিকার সম্পর্কে সচেতন করার জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রথম দফায় কলকাতার তিনটি হাসপাতাল, পাভলভ, লুম্বিনী পার্ক এবং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে জেলাতেও। |
|
চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওটি-তে তালা |
নিজস্ব সংবাদদাতা, কালনা: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল কালনা মহকুমা হাসপাতালে। রবিবার সকালে পূর্ণিমা দাস নামে এক গৃহবধূ মৃত সন্তান প্রসব করার পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে অপারেশন থিয়েটারে (ওটি) তালা লাগিয়ে বিক্ষোভ দেখান প্রসূতির বাড়ির লোকজন। পরে হাসপাতালের সুপার অভিরূপ মণ্ডল বিষয়টির তদন্তের আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। দিন কয়েক আগেও কালনার পিয়ারিনগর গ্রামের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিলেন তার বাড়ি ও গ্রামের লোকজন। |
|
|
চিকিৎসক নেই,
ধুঁকছে পরিষেবা |
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ: চিকিৎসক একজনই। কিন্তু দিনে শ’পাঁচেক রোগী ভিড় করেন হাসপাতালে। লম্বা লাইন লেগেই থাকে সারা দিন। নবদ্বীপ এবং পড়শি জেলা বর্ধমানের পূর্বস্থলী মিলিয়ে প্রায় আড়াই লক্ষ মানুষের ভরসা এই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। কিন্তু সেখানে না আছে পরিকাঠামো, না রয়েছে চিকিৎসক। গত ১ জুলাই থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে এক জনই চিকিৎসক রয়েছেন। স্বাভাবিক ভাবেই রোগীর চাপ সামলাতে ওই চিকিৎসকের পাশাপাশি নাভিশ্বাস উঠছে হাসপাতাল কর্তৃপক্ষেরও। |
|
‘শুদ্ধিকরণের’ খোঁজে
ওষুধ ব্যবসায়ী সমিতি |
স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা
বেহাল খানাকুল ব্লকে |
|
অগস্ট থেকে নয়া পরিষেবা |
|
টুকরো খবর |
|
|