|
|
|
|
স্টেম সেল পদ্ধতিতে চিকিৎসা |
অগস্ট থেকে নয়া পরিষেবা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে ‘স্টেম সেল’ পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা চালু করতে চিকিৎসকদের নিয়ে সেমিনার হল। রবিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে একটি হোটেলে সেমিনার হয়। অগস্ট থেকেই মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শিলিগুড়ির একটি চিকিৎসা কেন্দ্র ওই পরিষেবা চালু করতে চলেছে। সিরোসিস্ অব লিভার, বাতের রোগ, কিডনির অসুখ, ডায়াবেটিস, সুষুম্নাকাণ্ডে জখমের মতো বিভিন্ন রোগ নিরাময়ে স্টেম সেল পদ্ধতিতে কী ভাবে চিকিৎসা হয় তা তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হাজির ছিলেন স্টেম সেল প্রযুক্তির পথ প্রদর্শক গবেষকদের অন্যতম আলেকজাণ্ডর কুখারচুক। তিনি জানান, থ্যালাসেমিয়ার মতো রোগ নিরাময়েও এই প্রযুক্তির ব্যবহার নিয়ে পরীক্ষা চলছে। কিছু ক্ষেত্রে সফলতাও মিলেছে। পরীক্ষা চলছে লিউকোমিয়ার মতো ব্লাড ক্যান্সারে এই পদ্ধতি ব্যবহার নিয়েও। এ দিন সেমিনারে যোগ দেন অন্তত ৩০ জন চিকিৎসক। কী ভাবে শরীরে স্টেম সেল প্রতিস্থাপন হবে তার সমস্যা-সমাধান বিষয়ে চিকিৎসকদের প্রশ্নের উত্তর দেন আলেকজাণ্ডর কুখারচুক। শিলিগুড়ির চিকিৎসা কেন্দ্রের অন্যতম কর্ণধার অজয় কুমার বসু জানান, শিলিগুড়িতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রোগীদের অসুখ এবং সেই সংক্রান্ত তথ্য, বিভিন্ন পরীক্ষা রিপোর্ট মুম্বইয়ের সংস্থায় পাঠানো হবে। চিকিৎসা স্টেম সেল পদ্ধতিতে সম্ভব হলে বিশেষজ্ঞরা জানাবেন। সেই মতো স্টেম সেল এখানে পাঠানো হবে। স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তা প্রতিস্থাপনের ব্যবস্থা হবে। |
|
|
|
|
|