টুকরো খবর |
ক্যানিং হাসপাতালে স্বাস্থ্য-প্রতিনিধি দল |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ক্যানিং হাসপাতালে বর্তমানে ৬৮টি শয্যা রয়েছে। আরও শয্যা বাড়িয়ে কী ভাবে পরিষেবার মান বাড়ানো যায় তা খতিয়ে দেখতেই তাঁদের আসা। সব কিছু খতিয়ে দেখে স্বাস্থ্য ভবনে রিপোর্ট দেবেন তাঁরা। এ দিন তাঁরা বারুইপুর মহকুমা হাসপাতালও পরিদর্শন করেন।
|
হুইল চেয়ার দান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কংগ্রেসের মহিলা সদস্যদের সম্মেলনে শারীরিক প্রতিবন্ধী ১১ জনকে হুইল চেয়ার দেওয়া হল। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে সম্মেলন হয়। ওয়ার্ডের বাসিন্দা বিভিন্ন বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদেরও এ দিন সংবর্ধনও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর মালাকার, মেয়র গঙ্গোত্রী দত্ত। উদয় দুবে, সুবীন ভৌমিক, কুন্তল গোস্বামীর মতো জেলা কংগ্রেস নেতারাও ছিলেন। মেয়র বলেন, “বার্ধক্য ভাতা থেকে ওয়ার্ডের বাসিন্দাদের পুরসভার তরফে কী কী পরিষেবা দেওয়া হয়েছে তা তাদের জানানো হয়েছে। কেউ সমস্যায় পড়লে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।” গেট বাজারে এ দিন সাফাই মজদুর কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক শঙ্করবাবু।
|
বাজেয়াপ্ত সিরাপ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রায় ৪০ লক্ষ টাকার কাশির সিরাপ বহরমপুর থেকে অসমে নিয়ে যাওয়ার পথে বাজেয়াপ্ত করলেন রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা। শনিবার রাতে শিলিগুড়ির অদূরে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সিরাপ আটক করা হয়। ওই ট্রাক চালক রূপক দাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি ত্রিপুরার ধর্মনগরে। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
|
চক্ষু পরীক্ষা শিবির |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মানবিকতার পরিচয়ে দুঃস্থদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল পুলিশ। রবিবার মহিষাদল থানার উদ্যোগে ও রামপুর বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় কেন্দ্রের সহযোগিতায় থানা চত্বরেই এই শিবির হয়। ছিলেন জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) উজ্বল ভৌমিক, মহিষাদলের সিআই শুভঙ্কর দে প্রমুখ। ১৫০ জন দুঃস্থ ব্যক্তির গ্লুকোমা, ছানি পরীক্ষা করা হয়।
|
সচেতনতা শিবির |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুরের আইআইটি স্টাফ ক্লাবে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিল আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশন। বক্তাদের মধ্যে ছিলেন চিকিৎসক বিবেকানন্দ মিশ্র, নির্মলকুমার সোম, নির্মলকুমার পাল। শিবির সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক অম্বরকান্তি কুমার।
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির |
নিজস্ব সংবাদদাতা • সালানপুর |
দেন্দুয়া পঞ্চায়েতের বাঁশকেকিয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্যপরীক্ষা শিবির হল। সালানপুর পুলিশের উদ্যোগে রবিবার এই শিবিরে প্রায় ৮৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
|
অ্যাম্বুল্যান্স দান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আঠেরোখাই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিধায়ক তহবিল থেকে অ্যাম্বুল্যান্স দিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার। রবিবার তিনি ওই অ্যাম্বুল্যান্স দেন। পাশাপাশি গোসাইপুরে বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এলাকার কৃতী মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে এ দিন উপহার তুলে দেন শঙ্করবাবু।
|
অ্যালার্জির চিকিৎসায় |
স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এমন নানা ধরনের অ্যালার্জি ও তার চিকিৎসা নিয়ে জাতীয় স্তরের সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। একটি বেসরকারি সংস্থা আয়োজিত ওই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো চিকিৎসক ছিলেন। পরিবেশের সঙ্গে ফুসফুসের সুস্থতার বিষয়টি যে ওতপ্রোতভাবে জড়িত, সে বিষয়ে একমত হওয়ার পাশাপাশি শিশুদের এ থেকে বাঁচানোর পথ কী হতে পারে, একাধিক বক্তার কথায় গুরুত্ব পেল সেই আলোচনাই। শিশুদের হাঁপানি রুখতে আধুনিক নানা চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা হয়।
|
রক্তদান শিবির |
ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাডব্যাঙ্কের রক্ত-সঙ্কট মেটাতে এগিয়ে এল কুশপাতার বঙ্গবাসী ক্লাব। রবিবার ওই শিবিরে ১৪৫ জন রক্ত দেন। |
|