টুকরো খবর
মৌলবীর অভিযোগ
সংশোধনাগারের বন্দিদের তিনি নমাজ পড়াতেন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের কেশুরাইল গ্রামের ৭৮ বছরের বৃদ্ধ মৌলবী সলিমুদ্দিন মন্ডল। চার দশকের বেশি সময় ধরে ওই কাজে যুক্ত ছিলেন। প্রাপ্য ছিল সামান্য সাম্মানিক। তবে তার থেকে তাঁর কাছে বড় হয়ে উঠেছিল সম্মান। বাম আমলে আরএসপি বিধায়ক তথা কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর কাছে দরবার করেও ভাতা বাড়াতে পারেননি তিনি। সরকার পরিবর্তনের পরে মন্ত্রকটি বালুরঘাটের তৃণমূল বিধায়ক শঙ্কর চক্রবর্তীর হাতে ন্যস্ত হয়। আশায় বুক বেঁধে নয়া কারামন্ত্রীর কাছে গিয়ে ভাতা বৃদ্ধি তো দূরস্থান, সম্প্রতি কাজটাই হারালেন মৌলবী। তাঁর অভিযোগ, “বালুরঘাটে মন্ত্রী শঙ্করবাবুর বাড়িতে আবেদনপত্র নিয়ে দেখা করতে গেলে চরম অপমানিত হয়েছি। ঠিক মতো কথা না বলে তাড়িয়ে দেওয়া হয়।” বিষয়টি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানাচ্ছেন বলে সলিমুদ্দিন জানান। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে নানা পরিকল্পনা ও প্রকল্পে উদ্যোগী হলেও তাঁর মন্ত্রিসভার সদস্য কারামন্ত্রীর আচরণে জেলার তৃণমূল শিবিরের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারামন্ত্রী শঙ্করবাবু সাংবাদিকদের বলেন, “জেলে মৌলবী নিয়োগের কোনও ব্যবস্থা নেই। তাহলে রাজ্যের সব জেলে মৌলবী রাখতে হয়। তা সম্ভব নয়।” তবে বৃদ্ধের সঙ্গে খারাপ ব্যবহারের কথা তিনি মানতে চাননি। ১৯৭৭ থেকে সলিমুদ্দিন বালুরঘাট মহকুমা জেল বন্দিদের নমাজ পড়ানো শুরু করেছিলেন। স্থানীয় ভাবে জেল কর্তৃপক্ষ সংখ্যালঘুদের নমাজপাঠের জন্য এই ব্যবস্থা চালু করেছিলেন। দৈনন্দিন খরচ থেকে যাতায়াতের জন্য সামান্য টাকা বরাদ্দ হয়েছিল। যাতায়াত খরচ বাবদ প্রতি শুক্রবারের জন্য তার প্রাপ্য ছিল ১৫ টাকা হিসাবে মাসে পেতেন ৬০ টাকা।

গুলিবিদ্ধ ঠিকাদার
এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিবিডি মোড় এলাকায়। জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, রায়গঞ্জের শক্তিনগর এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার আইনুল হক নামে ওই যুবক এদিন ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটর বাইকে চড়ে পুর বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায় বলে অভিযোগ। একটি গুলি তাঁর ডান হাতে লাগে। অপর একটি গুলি পেট ছুঁয়ে বার হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঠিকাদারি সংক্রান্ত টেন্ডার নিয়ে গোলমালের জেরে দুষ্কৃতীরা ওই যুবককে এদিন গুলি করে খুনের চেষ্টা করে। রায়গঞ্জ থানার আইসি সমীর পাল বলেন, “দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।”

দখলে যানজট
ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে দোকান। রাস্তায় দাঁড়াচ্ছে ছোট গাড়ি ও ট্রাক। ওই পরিস্থিতিতে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া থেকে সাধনা মোড় পর্যন্ত রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়ায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ ওই রাস্তা জবরদখল মুক্ত করার দাবি পুরসভাকে জানিয়ে লাভ হয়নি। উল্টে হাই ড্রেনের কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় জটিলতা বেড়েছে। যদিও বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান অমর সরকার বলেন, “হাই ড্রেনের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও শহর জুড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।” বালুরঘাটের পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ বলেন, “রাস্তার ধার থেকে বেআইনি দখলদার উচ্ছেদের অভিযান শুরু হবে।”

ধৃত বাম নেতার ভাই
শিক্ষক অপহরণে যুক্ত থাকার অভিযোগে সিপিএমের প্রাক্তন বিধায়কের এক ভাইকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে চোপড়া থানার কালিগঞ্জ থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম মহম্মদ আজিমুল। তিনি সিপিএমের প্রাক্তন বিধায়ক মহম্মদ মহিমুদ্দিনের ভাই। এখন পর্যন্ত অবশ্য অপহৃতস ওই শিক্ষকের কোনও রকম খোঁজ মেলেনি।

বাজারে নকল জল
নথিভুক্ত সংস্থার লেবেল ব্যবহার করে নকল মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে বিক্রির অভিযোগে শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাখরপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময়ে ধৃতের বাড়ি থেকে জলের পাত্র সহ যন্ত্রপাতিও পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভূষণ বর্মন।

জল কমছে কোচবিহারে
ধরলা ও বানিয়াদহ নদীর জল নামতে শুরু করায় দিনহাটা মহকুমার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রবিবার মহকুমার ১৮ টি ত্রাণ শিবির থেকে দুর্গতরা বাড়ি ফিরে যান। দিনহাটা ১ ও ২ ব্লকের নয়ারহাট-গোবড়াছড়া, পুটিঁমারী-১, পেটলা ও বড়শোলমারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বহু মানুষ ত্রাণ শিবিরে। ধরলার জলে প্লাবিত দিনহাটা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডেও। দিনহাটার মহকুমা শাসক অগাস্টিন লেপচা বলেন, “বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে ২৯ টি ত্রাণ শিবিরে প্রায় ৮ হাজার বাসিন্দা এখনও রয়েছেন। নতুন করে নদীর জলস্ফীতি বা বৃষ্টি না হলে সোমবারের মধ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছি।” কয়েক দিন ধরে শহরের পাশাপাশি ৩টি ব্লকের নানা এলাকা প্লাবিত হয়।

গাড়ি আটকে মার, নালিশ
ট্রান্সফরমার ঠিক করার দাবিতে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে তিন জন কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে চোপড়া থানার তিলকগছ এলাকায়। জখম তিন কর্মীকে চোপড়ার দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিন সন্ধ্যায় দাসপাড়া থেকে কাজ সেরে বিদ্যুৎ দফতরের একটি গাড়িতে অফিসে ফিরছিলেন ওই তিন কর্মী। সেই সময় ট্রান্সফরমার ঠিক করার দাবি তুলে তিলকগছ এলাকায় গাড়িটি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। গাড়ি থেকে নামিয়ে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। চোপড়ার বিদ্যুৎ দফতরের বাস্তুকার হরিধন দাস বলেন. “যা পরিস্থিতি তাতে কর্মীরা কাজে যেতে সাহস পাচ্ছেন না। থানায় অভিয়োগ জানানো হয়েছে।”

তৃণমূলের কর্মিসভা
২১ জুলাই শহিদ দিবসকে সফল করতে কর্মিসভা করল আইএনটিটিইউসি ও মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লক থেকে আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী কেয়া চৌধুরী ও জেলা তৃণমূল নেতা তিলক চৌধুরী প্রমুখ নেতা কর্মিসভায় হাজির হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.