উত্তরবঙ্গ |
অবিলম্বে পেনশন
মেটানোর নির্দেশ
উত্তরবঙ্গ পরিবহণে
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অর্থসঙ্কটের কারণ দেখিয়ে কোনও মতেই কর্মীদের অবসরকালীন পাওনাগণ্ডা আটকে রাখা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মীর মামলায় উচ্চ আদালত বুধবার নির্দেশ দিয়েছে, ওই সব কর্মীর পেনশন-সহ অবসরকালীন সমস্ত প্রাপ্য অবিলম্বে মিটিয়ে দিতে হবে। পাওনাগণ্ডা এত দিন বকেয়া ফেলে রাখার জন্য দিতে হবে সাত শতাংশ সুদও। |
|
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় বাম ছাত্র সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ওই বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এসএফআইয়ের দিনহাটা জোনাল সভাপতি সুমন গুহ ও সমর্থক কামাল হোসেন রয়েছেন। বাকি দুজন ফরওয়ার্ড ব্লকের ছাত্র ব্লকের সমর্থক। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “টিএমসিপি’র তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।” |
দিনহাটায় সংঘর্ষে
ধৃত ৪ বাম-ছাত্র
|
|
সম্প্রসারণে সাহায্যের আর্জি |
|
ট্রাক টার্মিনাস নেই, যানজট |
পথ বেহাল, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
জিটিএ নিয়ে মামলার পথে ঘিসিং, কটাক্ষ মোর্চার |
|
নিজস্ব প্রতিবেদন: ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এ তরাই-ডুয়ার্সের এলাকার অন্তর্ভুক্তি ব্যাপারে শ্যামল সেন কমিটির রিপোর্ট গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বকে ‘অস্বস্তি’তে রেখেছে। তারই মাঝে জিটিএ-কে চ্যালেঞ্জ করে মামলা করার পথে জিএনএলএফ-প্রধান সুবাস ঘিসিং। জিএনএলএফ সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে ঘিসিংয়ের ওই মামলা দায়ের করার কথা। বুধবার তিনি কলকাতায় আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছেন। অরুণাভবাবু জানান, ‘যে ভাবে’ জিটিএ গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ ‘সংবিধান বিরোধী’ বলে মনে করেন ঘিসিং। |
|
প্যাকেজ, ইট-বালি সরবরাহের বরাত দেওয়ার আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সুর নরম করল কাওয়াখালি উপনগরী প্রকল্পের কাজে বাধাদানকারী জমিহারাদের একাংশ। যদিও বুধবার ধর্নামঞ্চ গড়ে অনিচ্ছুকদের জমি ফেরত এবং ক্ষতিপূরণ না-মিটিয়ে দেওয়া পর্যন্ত কাজ শুরু করতে দেবেন না বলে সরব হন পোড়াঝাড় ভূমিহারা ওয়েলফেয়ার কমিটির লোকজন। এমনকী এসজেডিএ’র ঠিকাদাররা এ দিন কাজ শুরু করলে বেলা ১২টা নাগাদ প্রথমে তাঁরা বাধাও দেন। বাধার মুখে কিছুক্ষণ কাজ বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দিলে ফের কাজ শুরু হয়। পরে জমিহারাদের প্রতিনিধিরা এ দিন ফের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। |
|
|
মহকুমা চেয়ে পথে সব দল |
|
টুকরো খবর |
|
|