টুকরো খবর
মন্ত্রীর সঙ্গে বৈঠকে গোর্খা লিগ
বৈঠক সেরে বেরোচ্ছেন ভারতী তামাং।— নিজস্ব চিত্র
গোর্খা লিগের সভানেত্রী ভারতী তামাং-সহ সংগঠনের পাঁচজনের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার শিলিগুড়ি সার্কিট হাউসে এই বৈঠকে পাহাড়ের উন্নয়নের পাশাপাশি মদন তামাং হত্যা মামলায় রাজ্য সরকারের কাছে সাহায্য চান গোর্খা লিগ নেতৃত্ব। পাশাপাশি, পাহাড়ে নিরপেক্ষ প্রশাসনের দাবিও করেন তাঁরা। গোর্খা লিগ নেতৃত্ব এ দিন জানিয়েছেন, মদন তামাং হত্যা মামলায় সিবিআইকে রাজ্য সরকার সাহায্য করছে না। সংগঠনের সাধারণ সম্পাদক প্রতাপ খাতি বলেন, “ওই মামলায় মোর্চার শীর্ষ নেতাদের নাম রয়েছে। আমরা চাই অভিযুক্তদের সাজা হোক। তা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। পাশাপাশি পাহাড়ে উন্নয়নের কাজ করতে হলে নিরপেক্ষ প্রশাসন চাই। সে কথা জানিয়েছি। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।” গৌতম দেব বলেন, “পাহাড়ের উন্নয়ন নিয়ে গোর্খা লিগ নেতৃত্ব বৈঠক করতে চেয়েছেন। তা নিয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে অন্য কোনও ব্যপার নেই।” মদন তামাং হত্যা মামলা নিয়ে তিনি কিছু বলতে চাননি। মোর্চা ওই বৈঠক নিয়ে বিচলিত নন বলে দাবি করেছেন। বিনয় তামাং বলেন, “একজন মন্ত্রী যে কারও সঙ্গে বৈঠক করতে পারেন। তা নিয়ে বিচলিত নই।”

প্রতিবাদে আন্দোলন
ডুয়ার্স ও তরাই এলাকার পাঁচটি মৌজা জিটিএ ভুক্ত করার বিষয়ে শ্যামল সেন কমিটির সুপারিশের প্রতিবাদে আন্দোলনের ডাক দিল কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)। আগামী ২ জুলাই দলের তরফে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত মোটর সাইকেল র্যালি করবে ওই দলের কর্মীরা। তার আগে বিভিন্ন এলাকায় সভা করে জনমত তৈরি করবেন দলের নেতৃত্ব। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির জন্য জুলাই মাসের মধ্যে সভ্য সংগ্রহ এবং বুথ কমিটি গঠনের কাজও শেষ করবেন তাঁরা। কেপিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল রায় বলেন, “শ্যামল সেন কমিটি গঠনের সময় থেকে ডুয়ার্স ও তরাই এলাকার কোনও মৌজা জিটিএ ভুক্ত না করার দাবি জানানো হয়। কিন্তু ওই দাবি না মেনে ৫টি মৌজা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা মেনে নেওয়া হবে না। বাধ্য হয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দলের কর্মীরা মোটর সাইকেল র্যালি করে প্রতিবাদ জানাবেন।” কেপিপি নেতৃত্ব জানান, ওই র্যালি শিলিগুড়ি থেকে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা হয়ে কোচবিহারে শেষ হবে।

সিপিএম থেকে কংগ্রেসে যোগ
কংগ্রেসে যোগ দিলেন নকশালবাড়ির ৪০ জন সিপিএম কর্মী সমর্থক। মঙ্গলবার সন্ধ্যায় ওই দলবদলের ঘটনা ঘটে। নকসালবাড়ি ব্লক কংগ্রেসের দাবি, সাতভাইয়া এলাকার সিপিএম কর্মী টুনটুন শা এবং অমিত সরকারের নেতৃত্বে ৪০ জন সিপিএম কর্মী সমর্থক এদিন কংগ্রেসের যোগ দেন। এই উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন দলের ব্লক সভাপতি পৃত্থীশ রায়, নকশালাবড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, নারায়ণ ঘোষ-সহ অন্যান্যরা। সিপিএমের দাবি, যাঁরা কংগ্রেসের গিয়েছেন তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে দলের সম্পর্ক নেই। বুধবার রকমজোতে ৫০ জনের বেশি সিপিএম সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে সুনীলবাবু দাবি করেন।

শ্রমিকদের সভা রাজগঞ্জে
সোমবার রাজগঞ্জ এলাকায় অসংগঠিত শ্রমিকদের একটি সভা হয়। সভায় হাজির ছিলেন জলপাইগুড়ি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিক্রম মহালানবিশ। তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকা ওই সভা। যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা এবং ওই শ্রমিকদের মধ্যে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাঁরা পাস করেছে তাদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয় বলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তপন দে জানান। ৯ মাস আগে ওই শ্রমিকদের শ্রম দফতরে নাম নথিভুক্ত করা হয়েছিল।

প্রতিষ্ঠা দিবস
বারোতম প্রতিষ্ঠা দিবস পালন করল দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম। বুধবার শিলিগুড়ির দুই মাইলের একটি বৃদ্ধাশ্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করে তারা। ওই অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত, মহিলা কমিশনের সদস্যা জ্যোৎস্না অগ্রবাল, পরিবেশবিদ অনিমেষ বসু এবং দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার উপস্থিত ছিলেন।

উচ্চ মাধ্যমিকে উন্নীত হাইস্কুল
বিধাননগরের মুরালিগঞ্জ হাই স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হল। মঙ্গলবার উচ্চ শিক্ষা পর্ষদ থেকে একটি চিঠি আসে স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, ২০০০ সালে ওই স্কুল সরকারি স্বীকৃতি লাভ করে। ২০০৬-তে মাধ্যমিকে উন্নীত হয়। এবার উচ্চ মাধ্যমিকে স্কুলের এবং বাসিন্দারা খুব খুশি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.