টুকরো খবর
সাফল্যেও দুশ্চিন্তায় কনক
দারিদ্রকে জয় করে দিনমজুরের ছেলে কনক বর্মন এ বছর জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে সেই খুশি মিলিয়ে গিয়েছে দিনমজুর ওই পরিবারের। আগামীতে পড়ার খরচ কী ভাবে জোগাড় হবে, তা নিয়ে উদ্বিগ্ন কনকের দিনমজুর বাবা ও মা। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের তিওড় কৃষ্ণাষ্টমী হাই স্কুলের ছাত্র কনকের জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে স্থান ১৯৩৫। কনকের কথায়, “তিন মাস ইংরেজি এবং তিন মাস করে ফিজিক্স বিষয়ে গৃহশিক্ষকের কাছে তালিম নিয়েছিলাম। এ ছাড়া অন্য বিষয়ে গৃহশিক্ষক নেওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না।” বন্ধুদের কাছ থেকে নোট এবং স্কুলের গ্রন্থাগারের কিছু বইয়ে তাঁর পড়াশুনা। বাবা বিধু বর্মনকে দিনমজুর খাটতে দিল্লি, মুম্বই, কখনও হরিয়ানায় বছরের অধিকাংশ সময় থাকতে হয়। বাড়িতে অভাব নিত্যসঙ্গী। মাঠঘাটের কাজ করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হয় মা প্রতিমা দেবীকে। তবে কনকের পিসি স্বাস্থ্য বিভাগের কর্মী রেনুকা দেবীর উৎসাহ ও সহায়তাই তাঁকে জয়েন্টে সফল হতে সাহায্য করেছে বলে কনক জানিয়েছে। আগামীতে ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল বিষয় নিয়ে পড়ার ইচ্ছা তার। তবে কী করে সে এগোবে তা জানা নেই। বাবা, মায়ের মনেও তা নিয়ে দুশ্চিন্তা গ্রাস করেছে। কলকাতায় কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার মতো যাতায়াতের খরচের টাকাও তাদের নেই। স্কুলের শিক্ষক সুব্রত দে বলেন, “লড়াইটা অর্থের অভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারছি না। ব্যক্তিগতভাবে আমি ওকে সাহায্য করব। কী হবে কে জানে?”

গোলমাল ইসলামপুরে
কলেজের প্রথম বর্ষে ফর্ম দেওয়াকে কেন্দ্র করে গোলমালে ছাত্র পরিষদ এবং এসএফআই-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ইসলামপুর কলেজে ঘটনাটি ঘটেছে। এসএফআই-র কলেজের ইউনিট সম্পাদক শুভঙ্কর কর্মকার বলেন, “কলেজ চত্বরে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন ছাত্র পরিষদ কর্মীরা। আমাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে দিয়ে আমাদের উপরেই হামলা করা হয়। এখন নানা ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।” কলেজের ছাত্র সংসদে রয়েছে টিএমসিপি এবং এসএফআই। ছাত্র পরিষদের অভিযোগ, “ভর্তির ফর্মের দাম ২০ টাকা থেকে বাড়িতে এবার ৫০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদ করায় এসএফআই হামলা চালিয়েছে।” সংগঠনের কলেজ ইউনিটের সম্পাদক মহম্মদ ফিরাজ আলম বলেন, “এই ভাবে ফর্মের দাম বাড়ানোর প্রতিবাদ করে আমরা অধ্যক্ষের কাছে যাচ্ছিলাম। তখনই এসএফআই কর্মীরা হামলা চালায়।” গোলমালের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন থেকে কলেজে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২ জুলাই অবধি।

ঘরে ফিরল দুই বালক
মামাবাড়িতে মা’র খোঁজ করতে গিয়ে ট্রেনে চেপে ভুল ঠিকানায় এসে হারানো দুই বালককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন বালুরঘাটের হোসেনপুরের বাসিন্দা হিরণবালা প্রমাণিক। বুধবার সকালের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই বালকের নাম ১১ বছরের মনোতোষ মুর্মু এবং ৯ বছরের নিমাই মুর্মু। মালদহের গাজল থানার গাইকুঁড়ি গ্রামের বাসিন্দা ওই দুই বালক মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ একলাখি স্টেশন থেকে ট্রেনে চেপে বালুরঘাটে চলে আসে। শহর লাগোয়া হোসেনপুরে একটি পুকুরের ধারে সন্ধ্যার দিকে তাদের ঘোরাঘুরি করতে দেখেন হিরনবালাদেবী। তিনি তাঁদের বাড়িতে আশ্রয় দেন। এদিন সকালে বালকদের কথা তাদের মামাবাড়ির হদিস না পেয়ে পঞ্চায়েত সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেন। দুই ভাই পুলিশকে জানিয়েছে, বাবা বুধুরাম মুর্মুর সঙ্গে ঝগড়া করে তাদের মা বাসন্তীদেবী সোমবার মামার বাড়ি চলে যান। মা’র খোঁজেই তারা মামাবাড়ি যাচ্ছিলেন। পুলিশ জেনেছে, ওই দুই বালকের মামার বাড়ি ফুলবাড়ির ফুটানি মোড় এলাকায়। তাদের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ শুরু করেছে।

পদ ছাড়তে ইচ্ছুক সরকারি আইনজীবী
সরকারি আইনজীবীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠালেন রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী দেবব্রত সরকার। পাশাপাশি, পদত্যাগ পত্রের প্রতিলিপি জেলা বিচারক, জেলা বার অ্যাসোসিয়েশন ও রাজ্য আইন দফতরেও পাঠিয়েছেন তিনি। দেবব্রতবাবু সরকারি আইনজীবীর পদ থেকে সরতে চাইলেও শাসকদল তৃণমূল চায় তিনি ওই পদে কাজ চালিয়ে যান। দলের জেলা সভাপতি অমল আচার্য বলেন, “পারিবারিক, শারীরিক ও মানসিক কিছু কারণে দেবব্রতবাবু ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে জেলাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। দেবব্রতবাবুকে অনুরোধ করেছি, তিনি যাতে ইস্তফা না দিয়ে কাজ চালিয়ে যান। দল সবসময় তাঁর পাশে। দেবব্রতবাবুর ইস্তফা যাতে নেওয়া না হয় তা নিয়ে দলের পক্ষে আইনমন্ত্রী-সহ দফতরের কর্তাদের অনুরোধ করা হয়েছে।”

বস্তাবন্দি দেহ ফেলে উধাও
রাজ্য সড়কে গাড়ি দাঁড় করিয়ে বস্তাবন্দি যুবকের দেহ ফেলে পালাল দুষ্কৃতী। বুধবার সকালে রতুয়া-মালদহ রাজ্য সড়কের বরকল এলাকায় ওই ঘটনায় ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ যুবককে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করার পরে বস্তাবন্দি করা হয়। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।” প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ মালদহ থেকে রতুয়াগামী একটি ট্যাক্সি বরকল এলাকা দিয়ে যাওয়ার সময় ফাঁকায় দাঁড়ায়। সেখানে একটি বস্তা ফেলে দ্রুত রতুয়ার দিকে চলে যায়। মাঠে কাজ করার সময় ঘটনাটি লক্ষ করেন কয়েকজন চাষি। তাঁরা বস্তার বাঁধন খুলে দেহ দেখে পুলিশে খবর দেন।

পৃথক দু’টি ঘটনায় বিষক্রিয়ায় মৃত দুই
দুটি আলাদা ঘটনায় বিষক্রিয়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামপুরের জগতাগাঁও এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই ঘটনায় বিষক্রিয়ায় মারা যান সুশীলা প্রামাণিক (২০)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে তিনি বাড়িতেই বিষ খান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান। বুধবার ইসলামপুর থানার কলতাহার এলাকায় বিষক্রিয়ায় মারা যান কামরুল হক (৫৫)। ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। সুশীলা দেবীর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে, শ্বশুর বাড়ির লোকেরা তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত।

উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ
ছবি: অমিত মোহান্ত
স্নাতকে ‘ফর্ম ফিলাপ’ রেষারেষির জেরে তৃণমূল ছাত্র পরিষদ এবং পিএসইউ কর্মীদের মারপিটের জেরে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ। বুধবার দুপুরের ঘটনা ঘটেছে। প, কলেজ চত্বরে ডান ও বাম ছাত্র সংগঠনগুলি ভর্তি হতে আসা পড়ুয়াদের সাহায্য করার জন্য ক্যাম্প করে। ফর্ম ফিলাপের প্রক্রিয়ার সময় দুইপক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। কলেজের সহকারী সাধারণ সম্পাদক সুমিত সাহাকে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী মারধর করলে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টিএমসিপির টাউন সভাপতি প্রসেনজিৎ সেন বলেন, “ফর্ম ফিলাপের সময় পড়ুয়াদের শিবিরে টানতে ধাক্কাধাক্কিতে ওই ছাত্র নেতা পড়ে গিয়ে জখম হন। এখন ঘটনাটিতে রাজনীতির রং লাগানো হচ্ছে।”

সংবর্ধনা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অধিকারী রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র পল্লব সিংহকে সংবর্ধনা দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের বিদ্রোহীমোড় এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে পল্লবকে ঘড়ি, শংসাপত্র ও নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পল্লব এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৬৭ পেয়ে জেলায় প্রথম স্থান দখল করার পাশাপাশি রাজ্যে দশম স্থান দখল করেছেন।

ছিনতাই
এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার কাছেই একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। নয়াবাজারের বাসিন্দা ব্যবসায়ী বাবলু সাহা ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা তুলে থানা মোড়ে বাইক থেকে নামতে দুই দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। এসডিপিও নারায়ণ মজুমদার বলেন, “দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।”

বিক্ষোভ
সংযোগের দাবিতে বুধবার বালুরঘাটের বিদ্যুৎ বন্টন কোম্পানির দফতরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আধিকারিকদের ঘিরে ধরে প্রায় দু ঘন্টা ধরে বিক্ষোভ চলে। ২৪ ঘন্টার মধ্যে সংযোগ দেওয়া হবে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

পথ দুর্ঘটনায় মৃত্যু
বুধবার দুপুরে গঙ্গারামপুরের মিশনমোড়ে গাড়ি চাপায় এক মোটর সারাই মিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম বাদল রাহা (৩২)। তাঁর বাড়ি অশ্বিনপাড়ায় এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.