উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লকের চাকুলিয়া থানা এলাকার একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, প্রতিদিনই ওই রাস্তাগুলি দিয়ে কিসানগঞ্জ, ইসলামপুর ও ডালখোলা যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। বেহাল রাস্তায় মাঝেমধ্যেই যাত্রীবাহী গাড়ি ও মোটর চালিত ভ্যানরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে। দুর্ঘটনার আশঙ্কায় ইতিমধ্যেই চাকুলিয়া থেকে বিভিন্ন রুটের বেসরকারি গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বহু বার সমস্যার কথা জেলা পরিষদ কর্তৃপক্ষকে জানানো হলেও মেরামতির ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। সামনেই বর্ষা। তার আগে রাস্তা মেরামত করা না হলে ইসলামপুর মহকুমার সঙ্গে চাকুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। মেরামতির দাবিতে বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ফরওয়ার্ড ব্লক। জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “চাকুলিয়া থানা এলাকার একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ায় বাসিন্দারা সত্যিই খুব সমস্যায় পড়েছেন। টাকার অভাবে রাস্তা মেরামতের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আমরা রাজ্য সরকারের কাছে সমস্যার কথা জানিয়ে টাকা বরাদ্দ করার আর্জি জানিয়েছি। শীঘ্রই বরাদ্দ মিলবে। তার পরেই মেরামতের কাজ শুরু করা হবে।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে চাকুলিয়া থানার কালিবাড়ি থেকে রামপুর ১২ কিলোমিটার, পাটহাটি থেকে ডালখোলা ২৫ কিলোমিটার ও বালিগুড়া থেকে ধরমপুর প্রায় ২৬ কিলোমিটার রাস্তা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তিনটি রাস্তারই পিচের চাদর উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কালিবাড়ি থেকে রামপুর রুটের রাস্তা দিয়ে বেলন গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বাসিন্দা, পড়ুয়া কিসানগঞ্জ ও ইসলামপুরে যাতায়াত করেন। পাশাপাশি, রোগীদেরও ওই রাস্তা দিয়ে হাসপাতাল ও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পাটহাটি থেকে ডালখোলা রুটের রাস্তা দিয়ে চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পড়ুয়া ডালখোলার বিভিন্ন স্কুল ও কলেজে যাতায়াত করে। বালিগুড়া থেকে ধরমপুর রুটের রাস্তা দিয়ে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও ব্যবসায়ীরা চাকুলিয়া থানা এলাকার বিভিন্ন হাটে যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তায় বেসরকারি বাস ও ট্রেকার বন্ধ হয়ে যাওয়ায় সাইকেল ও মোটর চালিত ভ্যান রিকশায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি কালিবাড়ি থেকে রামপুর হয়ে কিসানগঞ্জ যাওয়ার সময়ে একটি বেসরকারি বাস উল্টে ৩০ জন জখম হয়েছেন। চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ বলেন, “জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানালেও রাস্তাগুলি মেরামত করা হচ্ছে না। সামনেই বর্ষা আসছে! তারপর পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তাই অবিলম্বে রাস্তাগুলি মেরামত করা না হলে দলের তরফে আন্দোলনে নামা হবে।” |