পিপিপি মডেলে
হাসপাতাল
গড়ার
কাজ বন্ধ রাজ্যে |
পারিজাত বন্দ্যোপাধায়, কলকাতা: পরামর্শদাতা হিসেবে কোনও সংস্থাই নিজেদের নাম নথিভূক্ত না করায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) রাজ্যে সুপার স্পেশ্যালিটি ও মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল গড়ার প্রস্তাব অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখল রাজ্য স্বাস্থ্য দফতর। ফলে, কলকাতার হাসপাতালগুলিতে জেলা থেকে আসা রোগীর চাপ কমানোর জন্য মুখ্যমন্ত্রীর পরিকল্পিত দাওয়াই আপাতত কার্যকর হচ্ছে না। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের পুড়ে যাওয়া অংশে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বা আধিকারিকেরা ঢুকতেই পারেন। তবে আমরির অগ্নিদগ্ধ ‘অ্যানেক্স বিল্ডিং’-এ বর্তমান অবস্থার কোনও রদবদল করা যাবে না বলে আলিপুরে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপর্ণা রায় মঙ্গলবার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিচারক এ দিন জানিয়ে দিয়েছেন, আমরি মামলায় অভিযুক্তেরা চাইলে ওই তল্লাটে যেতে পারেন। |
দগ্ধ আমরি ভবনে
ঢোকা যাবে,
তবে
চলবে না রদবদল |
|
সুপ্রিম কোর্টে যাচ্ছে
রাজ্য, পরীক্ষা
নিয়ে
চিন্তায় ছাত্রছাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: হলদিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা ফার্স্ট এমবিবিএস পরীক্ষা দিতে পারবেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও দুশ্চিন্তা কাটছে না ওই কলেজের ৮৮ জন ছাত্রছাত্রীর। কারণ, রাজ্য সরকার ওই রায় পুনর্বিবেচনা করার আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। সেই আবেদনের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। |
|
|
অপুষ্টির
বিরুদ্ধে
লড়াইয়ে হাত
মেলালেন বিদ্যা, বব |
|
হাসপাতালে অমিল জলাতঙ্কের টিকা |
|
রক্তশূন্য মেদিনীপুর মেডিক্যাল |
|
স্তর নামছে, তীব্র
জলকষ্ট বাহিনে |
পুকুরের জল খেয়ে
অসুস্থ শতাধিক |
|
টুকরো খবর |
|
|