হাসপাতালে ধোঁয়া বিষ্ণুপুরে |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পোড়া গন্ধ ও ধোঁয়া বের হওয়ায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটেছে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল কতৃপক্ষ দ্রুত খবর পাঠান দমকল কেন্দ্রে। হাসপাতাল ভবনের দায়িত্বে থাকা পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাঁরা জানান, বিদ্যুতের শট্র্সাকিট থেকে ধোঁয়া ছড়ায়। পূতর্র্ দফতরের (ইলেকট্রিক্যাল) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষ গঙ্গোপাধ্যায় বলেন, “অপারেশন থিয়েটারের বিদ্যুতের ওয়্যারিং প্রায় ৩০ বছরের পুরনে। সে কারণেই শট্র্সার্কিট হয়েছে।” তাঁর অভিযোগ, টাকার অভাবে ওয়্যারিং পাল্টানো যায়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুর্ঘটনা এড়ান গেলেও এদিন অস্ত্রোপচার বন্ধ থাকে। এ নিয়ে রোগীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়। তাঁদের অভিযোগ, “অনেক দিন ধরে অপেক্ষার পরে এ দিন অস্ত্রোপচার করানোর দিন পেয়েছিলাম। কিন্তু, শেষ পর্যন্ত অস্ত্রোপচার করানো হল না।” হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “জেলা হাসপাতালের স্বীকৃতি পাওয়া গিয়েছে। আশাকরি শীঘ্রই হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানো হবে।” তিনি জানান, অপারেশন থিয়েটারের বিদ্যুতের লাইন মেরামতি দ্রুতগতিতে করা হচ্ছে। শীঘ্রই অস্ত্রোপচার চালু করতে পারবেন বলে তাঁর আশ্বাস।
|
বিল গেটসের সঙ্গে বৈঠক অখিলেশের |
রাজ্যের স্বাস্থ্য ও উন্নয়ন নিয়ে বৈঠকের পর বিল গেটসের সঙ্গে
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ছবি: এপি। |
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। আজ দুপুর দেড়টা নাগাদ লখনউয়ে অখিলেশের সরকারি বাসভবনে পৌঁছন গেটস। সরকারি সূত্রের খবর, মূলত রাজ্যের স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর সঙ্গে একটি মউ সই করবে উত্তরপ্রদেশ সরকার। আগামী দু’মাসের মধ্যেই ওই চুক্তি সই হয়ে যাওয়ার কথা। বিল ও তাঁর স্ত্রী মিলে চালান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নামের ওই দাতব্য প্রতিষ্ঠানটি। বিল ওই সংস্থার অন্যতম চেয়ারম্যান। আজ তিনি অখিলেশকে জানিয়েছেন, উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে তাঁর সংস্থা সব রকম ভাবে সাহায্য করবে। অখিলেশও জানিয়েছেন, ওই সংস্থাটি যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে, তার জন্য রাজ্য সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এত দিন ধরে বিলের সংস্থা যে ভাবে ভারতের অন্যান্য রাজ্যে উন্নয়ন মূলক কাজ করে আসছে, আজ তার ভূয়সী প্রশংসাও করেছেন অখিলেশ। বৈঠকে স্থির হয়েছে, প্রসূতি-নবজাতক-শিশু স্বাস্থ্য সুরক্ষা, টিকাকরণ ও অন্যান্য স্বাস্থ্য এবং কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে রাজ্যকে সাহায্য করবে বিলের সংস্থা। |