গ্রামের পুকুরের জল খেয়ে গত দু’দিনে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী। তাঁদের নবগ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পরে অনেককে ছেড়ে দেওয়া হলেও পেটে ব্যাথা এবং বমির উপসর্গ নিয়ে এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।
নবগ্রামের ভোল্লাডাঙা, সাজুইমাটি ও গৌরাঙ্গডাঙা আদিবাসী পাড়ায় নলকূপগুলি বেশ কিছু দিন ধরেই বিকল। যে দু’টি নলকূপ সচল ছিল গত কয়েক দিনে অতিরিক্ত ব্যবহারে বিকল হয়ে গিয়েছে সে দু’টিও। ফলে সোমবার থেকে ওই গ্রামগুলির ভরসা ছিল স্থানীয় পুকুরের জল। আর তার জেরেই ওই বিপত্তি।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজীব কুমার ওই পরিস্থিতি সামল দিতে তিনটি গ্রামেই পারিশুদ্ধ জলের পাউচ পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “নবগ্রামের ওই এলাকায় পানীয় জল পাউচ পাঠানো হচ্ছে। আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় হাসপাতালে রোগীদের ভিড় বেশি হলে তাঁদের বহরমপুরের হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
এ দিকে ওই ঘটনার পরেই মঙ্গলবার নবগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও নবগ্রামের বিএমওএইচকে সঙ্গে নিয়ে নবগ্রামের বিডিও গ্রামে যান। বিডিও সায়ন দাশগুপ্ত বলেন, “পুকুরের জল ব্যবহারের ফলে তিনটি গ্রামের প্রায় ৫৫ জন মত ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পরে তাঁদের বেশির ভাগ সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন।” গ্রামে অধিকাংশ নলকূপ বিকল। নামমাত্র যে দু’টি চলছিল জলস্তর নেমে যাওয়ায় সেগুলিতেও আর জলের দেখা নেই। এ ব্যাপারে পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি।
অনগ্রসর কল্যাণ বিভাগের জেলা আধিকারিক সজলকান্তি দাস বলেন, “নবগ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দাদের তরফে কেউ আমার কাছে লিখিত অভিযোগ জানালে জরুরি ভিত্তিতে ওই সব এলাকায় টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। গোটা বিষয়টি আমি ব্লক প্রশাসনের কাছে খোঁজ নিয়ে দেখব।” |