বালুরঘাট ব্লকের বোল্লা অঞ্চলের পূর্ব মহেশপুর শিশু শিক্ষা কেন্দ্রের খুদে পড়ুয়াদের চড়া রোদ ও বৃষ্টি মাথায়
নিয়ে
গাছ তলায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। কেন্দ্রটিতে রয়েছে ৪৫ জন কচিকাঁচা, শিক্ষক ৩ জন।
একটি মাত্র ছোট ঘরে শিশুদের বসার জায়গা হয় না বলে জানিয়ে শিক্ষক সুরজিত মন্ডলের অভিযোগ, শ্রেণিকক্ষ
তৈরির আবেদনেও কাজ হয়নি। অগত্যা তপ্ত রোদে আকাশের নীচে শিশুদের ক্লাশ করতে হচ্ছে। ছবি: অমিত মোহান্ত। |