টুকরো খবর |
অনাস্থা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কংগ্রেসের পদত্যাগী সদস্যের সঙ্গে হাত মিলিয়ে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতি দখল করল বামেরা। সোমবার অনাস্থা ভোটে ওই পদত্যাগী ৮ সদস্য ও বামফ্রন্টের ১২ সদস্য একজোট হয়ে সমিতির কংগ্রেসের সভাপতি দিলীপ মণ্ডলকে অপসারণ করেন। ১২ বাম কাউন্সিলরের মধ্যে ১১ জন সিপিএমের এবং ১ জন আরএসপি-র। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “ওই ১১ জন দলের সঙ্গে আলোচনা না করেই ওই কাজ করেছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী বলেন, “ওই ৮জন সদস্য আদতে তৃণমূলে যোগ দিয়েছেন। পঞ্চায়েত সমিতির সদস্যপদ হারানোর ভয়ে নির্দল হয়ে রয়েছেন। পুরোটাই টাকার খেলা। হয়েছে।” অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ। ওই ৮ জন তৃণমূলে যোগ দেননি। তাঁরা কংগ্রেস থেকে পদত্যাগ করে অনাস্থা এনেছিলেন।” ৩৯ আসন বিশিষ্ট কালিয়াচক পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ২৪ এবং সিপিএমের ১৪ ও আরএসপির ১।
|
অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
তৃণমূলের চাপে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। সোমবার মামলা প্রত্যাহারের দাবিতে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের দ্বারস্থ হয় রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। পুলিশের তরফে আশ্বাস না মেলায় কাল বুধবার পুলিশ সুপারকে ঘেরাও কর্মসূচি নিয়েছে কংগ্রেস। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। প্রসূতিকে রেফার করা নিয়ে কংগ্রেস হাসপাতালে আন্দোলনে নামে। সেখানে তৃণমূলের এক কাউন্সিলর অনুগামী উপস্থিত হলে দুই পক্ষের গোলমাল হয়। কংগ্রেসের নালিশ, “দুই তরফেই মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। আর তৃণমূলের নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে।” তৃণমূলের পাল্টা দাবি, “পুলিশের কাজ পুলিশ করছে। কংগ্রেস নেতারা পুলিশের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।” ডিএসপি অম্লান ঘোষ বলেন, “পুলিশ নিয়ম মেনেই কাজ করছে। পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগ ভিত্তিহীন।”
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
দুজন সরকারি আধিকারিকের কাছে পৃথক ভাবে বিভিন্ন দাবিতে সোমবার স্মারকলিপি দিল তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লক। প্রথমে হলদিবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার হলদিবাড়ি ব্লক খাদ্য এবং সরবরাহ আধিকারিকের কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সোমবার বিকেলে পার মেখলিগঞ্জ পঞ্চায়েতের ফব সমর্থকরা একটি বড় মিছিল নিয়ে এসে হলদিবাড়ির বিডিওর কাছে স্মারকলিপি দেয়।
|
বধূর নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জমি নিয়ে বিবাদে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে দুই দেওর এবং জা’দের বিরুদ্ধে। রবিবার রাতে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লিতে ঘটনাটি ঘটেছে।, রাখী চৌধুরী নামের ওই গৃহবধূকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
|
ছাই ৯টি কাঁচা বাড়ি
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৯টি কাঁচা বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় সোমবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মজুত ধান, চাল, পাট-সহ সর্বস্ব পুড়ে গিয়ে নিরাশ্রয় হয়ে পড়েছেন ৯টি পরিবারের ৫০ জন মানুষ। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আফাজ আলি নামে এক বাসিন্দার বাড়ির রান্নাঘর থেকে ওই আগুন ছড়িয়ে পড়ে। চাঁচলের ভারপ্রাপ্ত মহকুমা শাসক অশোক সরকার বলেন, “ত্রিপল ও চাল দেওয়া হয়েছে।”
|
খুনের চেষ্টা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূলের এক নেতাকে কোপানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার টাকগছে ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জখমের নাম মজনু হক। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা চালায়। মজনু হকের হাত, বুক ও পেটে ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
ছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ থানার আখানগর এলাকার কালিয়াগঞ্জ-কুনোর রাজ্য সড়কে। মৃতা রূপালি পালের (৯) বাড়ি পালপাড়া এলাকায়। এ দিন সে খুড়তুতো বোনের সঙ্গে হেঁটে স্কুলে যাওয়ার সময় কালিয়াগঞ্জগামী ট্রেকারটি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃতার বোন আহত হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেকারটিকে তাড়া করে সামনের কাঁচ ভাঙচুর করে।
|
সাহায্য |
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে ত্রাণ দিল সমাজবাদী পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার এক প্রতিনিধি দল হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে ত্রিপল, পোশাক ও শুকনো খাবার বিলি করেন। |
|