|
|
|
|
উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
দাপট উধাও, আদালতে অন্য আরাবুল |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ঘটনার এক দিন পরে টিভি-ক্যামেরার সামনেই আক্রমণাত্মক ভঙ্গিতে তর্জনী উঁচিয়ে তিনি বলেছিলেন, “আমি ওঁকে (শিক্ষিকাকে) বলি, আপনি কে? গলা নামিয়ে কথা বলুন! কে আপনাকে আঙুল উঁচিয়ে কথা বলার অধিকার দিয়েছে?” এর চার দিন পরে, সোমবার চিত্র-সাংবাদিকদের ক্যামেরা থেকে নিজেকে আড়াল করে চুপিচুপি কখন যে তিনি এজলাসে ঢুকে গেলেন, কেউ টেরও পেল না!
সে দিন সানগ্লাস, নীল-সাদা টি শার্ট, আকাশনীল জিন্স, স্নিকার পরে তিনি বলেছিলেন, “লিউকোপ্লাস্ট খুলে দেখা হোক, ওঁর আদৌ আঘাত লেগেছে কি না!” এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বললেন, “নো কমেন্টস।” |
|
|
স্থায়ীকরণ, মজুরি
বৃদ্ধির
দাবিতে অবস্থান
বিক্ষোভ শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা, উস্থি: স্থায়ীকরণ এবং সঠিক মজুরির দাবিতে গত দেড় মাস ধরে কারখানার গেটের সামনে অস্থায়ী শ্রমিকেরা অবস্থান বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এই অবস্থায় দাবি না মেটা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ওই শ্রমিকেরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার শিরাকোলের বোঁজবেড়িয়া গ্রামের কাছে লিঙ্ক পেন অ্যান্ড প্লাস্টিক কারখানার। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কারখানায় শ্রমিকসংখ্যা প্রায় সাড়ে তিনশো। দীর্ঘদিন ধরে দুই ঠিকাদারের অধীনে চুক্তির ভিত্তিতে ওই কারখানায় কাজ করছেন অস্থায়ী শ্রমিকেরা। |
|
অশোকনগর বয়েজ
সেকেন্ডারি স্কুলে ক্ষমতা
ধরে রাখল বামেরা |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
‘ভুয়ো পরীক্ষা’,
শ্রীরামপুরের স্কুলের
বিরুদ্ধে অভিযোগ
|
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর: বিজ্ঞাপন দিয়ে শিক্ষক-সহ অন্যান্য পদে নিয়োগের পরীক্ষার নাম করে প্রতারণার অভিযোগ উঠল শ্রীরামপুরের একটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পুলিশ সূত্রের খবর, কয়েক মাস আগে শ্রীরামপুর টিনবাজার এলাকার ওই ব্যক্তিগত মালিকানার স্কুলটি কাগজে বিজ্ঞাপন দিয়ে জানায়, হিন্দি এবং বাংলা মাধ্যমে নতুন ইউনিটের জন্য শিক্ষক, নিরাপত্তারক্ষী, পিওন প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সেই মতো ফর্ম বিলি করে চাকুরিপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়। ডিমান্ড ড্রাফ্ট মারফত প্রত্যেকের থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: গুলি করে, কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। রবিবার রাতে চুঁচুড়ার ঘুটিয়াবাজার-মল্লিকবাটি পাঠশালার মাঠ থেকে প্রদীপ বসু (৪১) নামে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের বাড়ি বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট এলাকায়। বছর দুয়েক আগে অবশ্য তিনি চুঁচুড়ায় কাপাসডাঙা এলাকায় থাকতেন। ২০০৯ সালে পিপুলপাতি এলাকার এক জনকে খুনের অভিযোগে প্রদীপকে হাজতবাসও করতে হয়। তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার বদলা হিসেবেই খুন করা হয় প্রদীপকে। |
গুলি করে, কুপিয়ে খুন
|
|
ইস্টবেঙ্গল মোহনবাগান ফের মুখোমুখি |
|
তৃণমূল নেতা প্রহৃত |
টুকরো খবর |
|
আমাদের চিঠি |
|
|
|
|
|
|
|