নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
একশো দিনের কাজের প্রকল্পের এক সুপারভাইজারকে মারধর করা হল খানাকুলের পোল গ্রামে। প্রহৃত সিরাজুল খাঁ স্থানীয় তৃণমূল নেতা। দলেরই কয়েক জন তাঁকে মারধর করেছে বলে থানায় অভিযোগ জানান সিরাজুল। তাঁকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। টাকা, গয়না ছিনতাইয়েরও অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট পোল ১ পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোল হাটতলা থেকে আটখামার মাঠ পর্যন্ত দু’কিলোমিটার একটি রাস্তা বোল্ডার-মোরাম ফেলে সংস্কারের কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই মতো মালপত্রও চলে আসে। কিন্তু তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, ওই মালপত্র প্রয়োজনের তুলনায় অনেক কম। সে কারণে রাস্তার একটি নির্দিষ্ট অংশ ওই মাল দিয়ে সারাই করতে হবে বলে দাবি তোলেন তাঁরা। এ দিকে, গোটা রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় মানুষ চাপ দিচ্ছিলেন প্রকল্পের সুপারভাইজার সিরাজুলকে। তাঁর বক্তব্য, “পঞ্চায়েতের প্রকল্পে বরাদ্দ অনুযায়ী গত পনেরো দিন ধরে কাজ শুরুর চেষ্টা করছি। কিন্তু কয়েক জনের বাধায় শ্রমিকদের কাজে লাগানো যায়নি। বিষয়টি পঞ্চায়েতকে জানাই।”
সিরাজুলের অভিযোগ, সোমবার কিছু নগদ টাকা, গয়না-সহ মেয়েকে শ্বশুরবাড়িতে পৌঁছতে যাচ্ছিলেন তিনি। সে সময়ে রফিক খাঁ, রহমতউল্লা খাঁ, জালাল আহমেদ-সহ তৃণমূলের কয়েক জন তাঁকে লাঠি-রড দিয়ে পেটায়। টাকা, গয়না ছিনিয়ে নেয়।
অভিযুক্ত তৃণূমূল নেতা রফিক ওরফে কালোর দাবি, মারধরের ঘটনায় তাঁরা কেউ যুক্ত নন। একশো দিনের কাজেও বাধা দেওয়া হয়নি। ‘দুর্নীতির’ প্রতিবাদ করা হয়েছে মাত্র।
পোল ১ পঞ্চায়েতের প্রধান সিপিএমের কার্তিক ঘোষের বক্তব্য, “রাস্তার কমজোরি অংশ মেরামতের জন্য সাড়ে ৭ লক্ষ টাকার অনুমোদন পেয়েছি। সেই মতোই কাজ করতে বলা হয়েছে।” |