টুকরো খবর
হুগলিতে ‘রবীন্দ্রপক্ষ’
হুগলি জেলা পুলিশের উদ্যোগে আজ, ১ মে থেকে ‘রবীন্দ্রপক্ষ’ অনুষ্ঠিত হবে। এ জন্য হুগলি জেলার প্রতিটি থানা এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু পুলিশ নয়, এই সমস্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে সামিল করা হয়েছে। আজ রবীন্দ্রপক্ষের মূল অনুষ্ঠানটি হচ্ছে সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে। উদ্বোধন করেবেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। ওই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী ও কবি সাহিত্যিকেরা উপস্থিতি থাকবেন। এ ছাড়াও থাকবেন পুলিশের বড়কর্তারা। আগামী ৯ তারিখে রবীন্দ্রপক্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “নিছক কোনও অনুষ্ঠানের আয়োজন নয়, নানা ক্ষেত্রের মানুষকে এক মঞ্চে সামিল করাও রবীন্দ্রপক্ষের অন্যতম লক্ষ্য।”

চুঁআস-এর রক্তকরবী

নন্দিনীর ভূমিকায় সুকন্যা ঘোষ।
যক্ষপুরের বদ্ধ হাওয়ায় সব নিষেধের বেড়াজাল ভেঙে রাজাকে বার করে এনেছিল নন্দিনী। এ মুক্তি রক্তের মূল্যে। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক যে এই চলতি সময়কালেও কতটা প্রাসঙ্গিক তা আবার প্রমাণিত হল চুঁচুড়া আবৃত্তি সংসদ (চুঁআস) পরিবেশিত নাট্যাভিনয়ে। জীবনের যন্ত্রণা ও যন্ত্রণার যন্ত্রকে পাশাপাশি রেখেও যে জীবনে ফুল ফোটানো যায়, কতদিন আগে আশ্চর্য রূপকে তা লিখে গিয়েছেন কবি। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ও লিরিক্যাল ব্যালাডের আত্মপ্রকাশ তো একই সঙ্গে। সম্প্রতি চন্দননগর রবীন্দ্রভবনে চুঁআস-এর শিশু-কিশোর মিলিয়ে প্রায় ৬০ শিল্পীর কোরিওগ্রাফি ও অভিনয়ে দর্শকেরা স্বাদ পেলেন এক রম্য অনুষ্ঠানের। নন্দিনীর চরিত্রে সুকন্যা ঘোষ, বিশু পাহলের চরিত্রে তন্ময় চট্টোপাধ্যায় -সহ সকলেরই অভিনয় মর্মস্পর্শী। অনুষ্ঠানটি দক্ষ হাতে পরচালনা করেন সংস্থার অধ্যক্ষ উৎপল গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী।

চোলাইয়ের কারবার রুখতে পথ অবরোধ উলুবেড়িয়ায়
ছবি: হিলটন ঘোষ
এলাকায় চোলাই মদের রমরমা কারবার রুখতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ তুলে সোমবার সকালে প্রায় আড়াই ঘণ্টা উলুবেড়িয়ার নিমতলায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ হটিয়ে দেয়। স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে গিয়ে লাঠি চালায়। কয়েক জন জখম হন। হাওড়ার জেলা পুলিশ সুপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, “লাঠি উঁচিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করা হলেও পরে তাঁরা জামিন পান।” চোলাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উড়িয়ে তিনি বলেন, “প্রতিনিয়ত অভিযান চালানো হয়। নিমতলাতেও অভিযান জারি রয়েছে।”

বৃত্তি প্রদান বাগনানে
হাওড়ার বাগনানের হাল্যান গ্রামের মওলানা অ্যাকাডেমির উদ্যোগে রবিবার দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হল। অ্যাকাডেমির নিজস্ব হলে ওই অনুষ্ঠানে ৩০০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

বাজেয়াপ্ত রুপোর বাট

উদ্ধার হওয়া রুপোর বাট।—নিজস্ব চিত্র
কয়েক কেজি চোরাই রুপোর বাট বাজেয়াপ্ত করল পুলিশ। সোমবার লিলুয়ার এক কারখানা থেকে ওই বাটগুলি বাজেয়াপ্ত হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে, যুবরাজ বিগে ও মিলান সিংহ নামে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরেই নতুন পাড়া রোডের ওই কারখানায় সোনা-রুপো গলানোর কাজ হত। পুলিশ খবর পায়, সেখানে চোরাই সোনা, রুপো এনে গলানো হচ্ছে। পুলিশ জানায়, এ দিন ওই কারখানায় হানা দিয়ে ১৬০ কেজি রুপোর বাট উদ্ধার হয়, যার মূল্য প্রায় এক কোটি টাকা। আর কারা এই ঘটনায় জড়িত তা দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.