নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
মাঠের ভিতরে সুধীর কর্মকার, তুষার রক্ষিত, সমীর চৌধুরী, দীপঙ্কর রায়, অর্পণ দে, সঞ্জয় মাঝি, কবির বসু। গায়ে লাল-হলুদ জার্সি। প্রতিপক্ষের জার্সির রং সবুজ-মেরুন। সেই দলে দেবাশিস মুখোপাধ্যায়, মিহির বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, উত্তম মুখোপাধ্যায়, ষষ্ঠী দুলে, মাধব দাস, রবি কর্মকারেরা। সঙ্গে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। |
স্মৃতির সরণী বেয়ে। রিষড়ায় প্রকাশ পালের তোলা ছবি। |
বল দখলের লড়াই, ড্রিবল, উইং ধরে দৌড়, ঝগড়া, হলুদ কার্ড সব মিলিয়ে ময়দানের পুরনো মেজাজ হাজির চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের প্রদর্শনী ম্যাচে। যুবভারতী স্টেডিয়াম নয়, হুগলির রিষড়ার লেনিন মাঠেই গত শনিবার দেখা গেল দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই। ‘জনসংযোগ’ বাড়ানোর লক্ষে ওই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল রিষড়া থানা। ঘাম ঝরিয়ে খেলেও কোনও দলই গোল করতে পারেনি। মাঠ-ভর্তি দর্শক অবশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ময়দানের পুরনো মেজাজ। ম্যাচটি খেলালেন ফিফা রেফারি বিপ্লব পোদ্দার।
মূলত রিষড়া থানার ওসি অনুদ্যুতি মজুমদারের উদ্যোগে ওই ‘ফ্রেন্ডশিপ ফুটবল’ ম্যাচ হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, ওডাফা ওকোলি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ্ত রায়, জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা, এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায়-সহ মহকুমার বিভিন্ন থানার আইসি, ওসি-রা। ওই খেলার আগে এসডিপিও (শ্রীরামপুর) একাদশের সঙ্গে সাংবাদিক একাদশের প্রীতি ম্যাচ হয়। সাংবাদিক একাদশ ১-০ গোলে পুলিশের দলটিকে হারিয়ে দেয়। মাঠ ছেড়ে বেরনোর সময় ওডাফার অটোগ্রাফ নিতে হুলুস্থুল বাধে। পুলিশ কোনওক্রমে বিদেশি এই স্ট্রাইকারকে গাড়িতে তুলে দেয়। |