টুকরো খবর
দুই ডাকাত ধৃত
রবিবার রাতে হাবরার কাছারি বাড়ি ও দত্তপুকুর এলাকা থেকে দু’জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়ছে ধৃতদের নাম বিপ্লব বিশ্বাস ওরফে ভোম্বল ও শাহজাহান বিশ্বাস। পুলিশ জানিয়েছে কয়েক মাস আগে হাবরার পায়রাগাছি এলাকায় দু’টি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা, গুলি ছুড়েছিল। এক জনকে মারধরও করে। ওই ডাকাতিতে অভিযুক্ত ছিল বিপ্লব। বছরখানেক আগে বাদুড়িয়া থানা এলাকায় একটি পেট্রোলপাম্পে ডাকাতির ঘটনাতেও সে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে শাহজাহান গুমায় একটি পেট্রোলপাম্পে চিনিবোঝাই ট্রাক লুঠের ঘটনায় অভিযুক্ত। পরে ট্রাকটি উদ্ধার হলেও চিনি পাওয়া যায়নি।

দম্পতি-নিগ্রহের অভিযোগে ধৃত ৫
বাড়ির সামনে ঘর তৈরিতে বাধা দেওয়ায় সন্দেশখালির পুঁটিমারি গ্রামে দম্পতি-নিগ্রহের অভিযোগে রবিবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রবীন মণ্ডল, অনাদি মণ্ডল, গোবিন্দ গাইন, ভূদেব মণ্ডল এবং দেবাশিস মণ্ডলকে সোমবার বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। সকলকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। বাড়ির সামনে ঘর তৈরিতে বাধা দেওয়ায় রবিবার ওই গ্রামের এক গৃহবধূকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করে গায়ে নুন ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েক জনের বিরুদ্ধে। বাধা দিলে তাঁর স্বামীকেও গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। দম্পতিকে সন্দেশখালির কালীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মহিলাকে স্থানান্তরিত করানো হয় বসিরহাট হাসপাতালে। পাল্টা ওই দম্পতির বিরুদ্ধেও দলবল নিয়ে হামলার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। ধৃতেরা সকলেই সিপিএম সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। সিপিএমের দাবি, গ্রাম্য বিবাদের জেরে ওই ঘটনায় তাদের সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

নিহতের স্ত্রীর জেল হাজত
বসিরহাটের ঝুরুলি গ্রামের প্রতিবন্ধী যুবক জয়নাল আবেদিন খুনের ঘটনায় জড়িত অভিযোগে ধৃত তাঁর স্ত্রী আজমিরা বিবিকে রবিবার বসিরহাট আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। গত শনিবার সকালে ঝাউতলা এলাকার একটি পুকুর থেকে জয়নালের মৃতদেহ মেলে। তদন্তে পুলিশ জানতে পারে আজমিরার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই খুন হন জয়নাল। যদিও আজমিরা বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা মানেননি।

দোকান ভস্মীভূত, অভিযুক্ত মেয়ে
ছবি: শান্তনু হালদার

আগুনে ভস্মীভূত হয়ে গেল কাঠের আসবাবপত্রের একটি দোকান। রবিবার রাতে হঠাৎ আগুন লেগে যায়। আশপাশের লোকেরা পুলিশকে খবর দেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাবরা থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে অবশ্য দোকানের প্রায় সমস্ত আসবাবপত্রই পুড়ে যায়। দোকানের মালিক নির্মল দাস স্থানীয় এক ব্যক্তি বাপি ঘোষ ও নিজের মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, নির্মলবাবুর মেয়ে পাপিয়াদেবীর বিয়ে হয়েছিল। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। বাপির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যা মেনে নিতে পারেননি নির্মলবাবু। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল। নির্মলবাবু বলেন, “এর বদলা নিতেই মেয়ে ও বাপি ষড়যন্ত্র করে দোকানে আগুন লাগিয়ে দেয়।” তাঁর দাবি প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দু’টি স্কুলে জয়ী আরএসপি
দক্ষিণ ২৪ পরগনায় দু’টি স্কুলের পরিচালন সমিতি নির্বাচনে জিতল আরএসপি। গোসাবার রাঙাবেলিয়া হাইস্কুলে রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং আরএসপি ৬টি আসনেই প্রার্থী দিয়েছিল। ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ৬টি আসনেই জয়ী হয়েছে আসএসপি। অন্যদিকে ছোট মোল্লাখালি কোস্টাল থানার মৌখালি ফণীন্দ্র বিদ্যামন্দিরে পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে জিতে যায় আরএসপি প্রার্থীরা। ২টি আসন পায় তৃণমূল।

জয়ী তৃণমূল
উত্তর ২৪ পরগনার বনগাঁয় দু’টি স্কুলের নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। রবিবার আকাইপুর নবগোপাল হাইস্কুলে ৬টি আসনেই জয়ী হয় তৃণমূল। নিউ বনগাঁ বয়েজ হাইস্কুলে ৬টি আসনের মধ্যে ৫টি পায় তৃণমূল। সিপিএম পেয়েছে একটি আসন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রমাপুর বেসিক স্কুল ও পাটঘরা প্রিয়নাথ হাইস্কুলের নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল।

চোলাই আটক
গাড়ি ভর্তি চোলাই আটক করল আবগারি দফতর। সোমবার মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে একটি গাড়ি করে ওই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। দু’দলে ভাগ হয়ে গাড়িটিকে ধরেন আবগারি দফতরের কর্মীরা। আটক হয় দেড় হাজার চোলাইয়ের পাউচ। ধরা পড়ে জয়দেব শিকদার নামে এক ব্যক্তি। এ দিন বারাসত আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজত দেয়। আবগারি দফতরের উত্তর ২৪ পরগনার সুপার সমর স্বর্ণকার জানান, গাড়িটি আটক করা হয়েছে।

জয়ী সিপিএম

রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া হাইস্কুল, স্বরূপনগরের সগুণা হাইস্কুল, হাসনাবাদের কুমোরপুকুর হাইস্কুল ও সন্দেশখালির হাটগাছা হাইস্কুলের নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। বাদুড়িয়ার জসাইকাটি হাইস্কুলে জয়ী হয়েছে কংগ্রেস। এদিন বসিরহাটে একটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.