টুকরো খবর |
পাইলট কার দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিক রাজ্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাইলট কারের ধাক্কায় মৃতার বাড়ি গিয়ে পরিবারের লোকজনদের সমবেদনা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার দুপুরে তিনি মাটিগাড়ার ওই বাড়িতে যান। গৌতমবাবু মৃতার ছেলে গণেশবাবুকে সাহায্যের আশ্বাস দেন। তাঁর হাতে কিছু টাকাও তুলে দেন গৌতমবাবু। মন্ত্রী বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমরা ওই পরিবারের পাশে থাকব। তাঁদের যাতে কোনও রকম অসুবিধে না হয় তা দেখা হবে।” গত ২৭ এপ্রিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিলিগুড়ি সফরে এলে মাটিগাড়ায় তাঁরই পাইলট কার তুলোরানি বর্মন নামে ষাটোর্ধ্ব এক প্রৌঢ়াকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ঘটনার পর চন্দ্রিমা দেবী পাইলট কারে করেই মহিলাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন। শনিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই প্রৌঢ়া। পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল না-থাকায় রবিবার ময়নাতদন্তের পর গ্রামের লোকেরা মিলে প্রৌঢ়ার সৎকারের বন্দোবস্ত করেন। মৃতার ছেলে গণেশবাবু একটি কাঠের মিলে শ্রমিকের কাজ করেন। তিনি বলেন, “স্ত্রীকে নিয়ে ৮ জনের সংসার। মা এবং আমার রোজগারে চলত। বড় মেয়ে আগামী বছর মাধ্যমিক দেবে। অন্যারাও পড়াশোনা করে। কী ভাবে চলবে বুঝতে পারছি না।” এ দিন বাড়িতে যান সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অশোক ভট্টাচার্যও। তিনি মৃতার পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি করেন। তিনি বলেন, “পাইলট কারের ধাক্কায় তুলোরানি দেবীর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের ক্ষতিপূরণ পাওয়া উচিত।”
|
অভব্যতার অভিযোগ, ধৃত তৃণমূল কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জনসমক্ষে অভব্যতার অভিযোগে শিলিগুড়ি পুরসভার এক কাউন্সিলর-সহ দু’জনকে গ্রেফতার করার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। যে দু’জনকে গ্রেফতার করা হয় তাঁদের একজনের নাম অলক ভক্ত। ঘটনাচক্রে শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নামও একই। ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে তাই শুরু হয়েছে জল্পনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অলকবাবু ও তাঁর এক সঙ্গী গাড়ি নিয়ে নকশালবাড়ি থেকে ফিরছিলেন। সে সময় পুলিশের নজরদারি ভ্যান তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করে। রাতেই অবশ্য তাঁদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেয় পুলিশ। যদিও কাউন্সিলর অলকবাবুর দাবি, “আমি আমার এক বন্ধুর সঙ্গে নকশালবাড়ি গিয়েছিলাম। ফেরার পথে পুলিশ আটকায়। থানায় যাওয়ার পরে বিষয়টি মিটে যায়।” পুলিশের অভিযোগ, রাতে প্রকাশ্যে তাঁরা অভব্য আচরণ করছিলেন। সে জন্যই তাঁদের গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “প্রকাশ্যে অভব্যতা করার অভিযোগে দু’জনকে ধরা হয়েছিল। পরে ব্যক্তিগত জামিনে তাঁদের ছাড়া হয়। ধৃতদের একজনের নাম অলক ভক্ত।” তৃণমূলের দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল দাবি করেন, “বেপরোয়া গাড়ি চালানোয় ওঁদের পুলিশ আটকেছিল।” তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার খবর পৌঁছেছে দলের দার্জিলিং জেলা কমিটির কাছে। জেলা কমিটির এক নেতা জানান, গোটা ঘটনা দলীয় সূত্রে খতিয়ে দেখে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট পাঠানো হবে।
|
কৌশিক-খুনে ধন্ধ কাটেনি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
খুন হওয়ার আগে কৌশিক দেব আশঙ্কা করেছিলেন, তার চার বছরের ছেলেকে অপহরণ করা হতে পারে। আলিপুর দুয়ারের দক্ষিণ ভোলারডাবরি এলাকার যুবক, পেশায় ঠিকাদার কৌশিক দেবের খুনের তদন্তে নেমে পরিবারের লোকেদের কাছ থেকে এই তথ্য পেয়েছে পুলিশ। কৌশিকের মা অপর্ণা দেবীই পুলিশকে এ কথা জানিয়েছেন। যদিও কারা তাঁর ছেলেকে অপহরণ করতে পারে সেই ব্যাপারে তিনি পুলিশকে কিছু জানাতে পারেননি। তবে পরিবারের লোকেদের আশঙ্কা, জমি নিয়ে বিবাদের জেরেই কৌশিক খুন হতে পারে। কৌশিকের দেহ ময়না তদন্তের জন্য সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কৌশিকের মা অপর্ণা দেবী বলেন, “একটি জমি কয়েক মাস আগে কৌশিক কিনেছিল। তা নিয়ে ঝামেলা হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছিল। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে থেকে কৌশিক বার বার আশঙ্কা প্রকাশ করছিল তার চার বছরের ছেলেকে কেউ অপহরণ করতে পারে। তবে কৌশিক কাদের ভয় পাচ্ছিল তা কিছু বলেনি।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “কৌশিক দেব হত্যায় নানা সূত্র ধরে তদন্ত হচ্ছে। পরিকল্পিত ভাবে কৌশিক দেবকে খুন করা হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।” ২৩ এপ্রিল কৌশিক নিখোঁজ হন। সে সময় কৌশিকের কাছে টাকা ছিল বলে জেনেছে পুলিশ। আলিপুরদুয়ারে আইপিএল খেলায় বেটিংচক্র সক্রিয় তার প্রমাণ মেলায় নড়েচড়ে বসে পুলিশ।
|
দাবি দুই দলেরই
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সম্পাদক পদে জয়ী নির্দল প্রার্থীকে দলের প্রার্থীই বলে দাবি করল কংগ্রেস আইনজীবী সেলের একাংশ। শুক্রবার বার আসোসিয়েশন ভোটে সম্পাদক পদে কংগ্রেস, তৃণমূল এবং নির্দল প্রার্থীর ত্রিমুখী লড়াই হয়। সম্পাদক পদের জয়ী হন নির্দল প্রার্থী অভিনন্দন চৌধুরী। ফল প্রকাশের পর সিপিএমের গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘ জানায় সম্পাদক পদে জয়ী নির্দল প্রার্থী অভিনন্দন চৌধুরীকে তাঁরা সমর্থন করেছিলেন। কংগ্রেসের একাংশের দাবি, সম্পাদক পদে একক প্রার্থীর বদলে আইনজীবী সেলের দুজন প্রার্থী ছিলেন।
|
ভস্মীভূত ছয় দোকান
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ফের ছাই হল গুদাম-সহ ময়নাগুড়ি রোড এলাকার ৬টি দোকান। রবিবার রাতে ঘটনাটি ঘটে। জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। রবিবারের ঘটনার ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। মাথায় হাত ব্যবসায়ীদের।
|
আন্দোলনের ঘোষণা |
ডুয়ার্সে মেডিক্যাল কলেজ স্থাপন সহ একাধিক দাবিতে সরব হল ভারতীয় মিল্লাত-ই-ইসলামিয়া সোসাইটি। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেন তারা। মেডিক্যাল কলেজ ছাড়াও তরাই ও ডুয়ার্সে মাদ্রাসা স্থাপন, গরিব নওয়াজ ট্রেনের ডুয়ার্স পর্যন্ত যাতায়াতের দাবি জানানো হয়। বানারহাটকে ব্লক ঘোষণার দাবিও জানান তারা। সংগঠনের সভাপতি মোক্তার খান বলেন, “রাজ্য সরকার চাকরিতে সংখ্যালঘুদের সংরক্ষণের আশ্বাস দিলেও তা বাস্তবে হচ্ছে না। দাবি না মানা হলে আন্দোলন হবে।”
|
ম্যানেজারকে ঘেরাও, বিক্ষোভ |
বকেয়া এবং রেশন না মেলায় ফের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ডুয়ার্সে মালবাজার মহকুমার মানাবাড়ি বাগানে সোমবার ওই ঘটনা ঘটে। এদিন কাজে যোগ না দিয়ে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা। পরে আগামী বুধবার বকেয়া মেটানোর আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে যোগ দেন।
|
জয়ী টিএমসিপি |
ফালাকাটা পলিটেকনিকের ছাত্র সংসদ ভোটে সোমবার জয়ী হল টিএমসিপি। ১৮ আসনের ৩ আসনে এ দিন এসএফআইয়ের সঙ্গে ভোটে জেতে টিএমসিপি। বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে টিএমসিপি।
|
|