ওপেনিংয়ে পূজারা ছাড়া গতি নেই ধোনির
|
|
দীপ দাশগুপ্ত: ভারতের ম্যাচ রিপোর্ট নিয়ে নতুন কী লিখব, ভেবে পাচ্ছি না। প্রত্যেকটা ম্যাচ একই ভাবে, একই সমস্যার কারণে হেরে চলেছে ধোনিরা। যার সমাধান আছে, কিন্তু তার জন্য তো চেষ্টাটাও করতে হবে। সেটা এখনও হচ্ছে না। তাই ভারতের ম্যাচ মানে পুরো ব্যাপারটাই চর্বিতচর্বণ হয়ে দাঁড়াচ্ছে।
তবু বলব যে, এর পরেও যদি চেতেশ্বর পূজারাকে না ভাবে ধোনিরা, তা হলে আর কিছু বলার নেই। |
|
ধোনি এ বার দুষলেন মিডল অর্ডারকে
|
সংবাদ সংস্থা, ওয়েলিংটন: বিদেশের মাটিতে আরও একটা সিরিজ হেরে উঠে এ বার দলের মিডল অর্ডারকে একহাত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারত অধিনায়ক বলে দিলেন, দুটো টিমের মিডল অর্ডার পারফরম্যান্সের মধ্যে বিশাল ব্যবধানই সিরিজে তফাত গড়ে দিল। বিপক্ষের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবং রস টেলর যেখানে ম্যাচের পর ম্যাচ দলের ইনিংসের ভিত গড়ে দিয়েছেন, সেখানে ভারতীয় মিডল অর্ডার ধারাবাহিক ব্যর্থ। |
|
|
দায়বদ্ধতা ধরলে ফ্লেচারের
চাকরি ১ ঘণ্টাও থাকে না
|
অশোক মলহোত্র: অ্যান্ডি ফ্লাওয়ারের অবস্থা দেখার পর ডানকান ফ্লেচারকে আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। মিস্টার ফ্লেচার, আপনি ভাগ্যবান। এমন এক দেশের কোচ হয়ে আপনি এসেছেন, যেখানে অ্যাকাউন্টিবিলিটির দরকার নেই। বোর্ডকর্তা বা ক্যাপ্টেনের ইয়েস ম্যান হয়ে চলতে পারলেই হল। যদি দেশটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া হত, এত দিন আপনার চাকরি থাকত কি? |
|
|
গেলাংয়ের ক্লান্তি
মোগাদের অক্সিজেন |
|
|
|
|
সিএবি জুনিয়র ক্রিকেটে
নতুন নাটক, নতুন প্রহসন |
|
অস্বস্তিতে ভারত,
আনন্দের তির
সোমদেবের দিকে |
|
|
|
|
টুকরো খবর |
|
|