ধোনি এ বার দুষলেন মিডল অর্ডারকে
৩১ জানুয়ারি
বিদেশের মাটিতে আরও একটা সিরিজ হেরে উঠে এ বার দলের মিডল অর্ডারকে একহাত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারত অধিনায়ক বলে দিলেন, দুটো টিমের মিডল অর্ডার পারফরম্যান্সের মধ্যে বিশাল ব্যবধানই সিরিজে তফাত গড়ে দিল। বিপক্ষের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবং রস টেলর যেখানে ম্যাচের পর ম্যাচ দলের ইনিংসের ভিত গড়ে দিয়েছেন, সেখানে ভারতীয় মিডল অর্ডার ধারাবাহিক ব্যর্থ। ব্যাটিংয়ের প্রায় সব দায়িত্ব সামলাতে হয়েছে বিরাট কোহলি এবং ধোনিকে। যার নিট ফল, ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে বিশ্বচ্যাম্পিয়নদের ০-৪ বিপর্যয়।
“প্রায় সব ক’টা ম্যাচেই আমাদের বড় রান তাড়া করতে হয়েছে। আর এ রকম পরিস্থিতিতে যে শুধু দু’এক জন ব্যাটসম্যানের উপর ভরসা করা যায় না, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই,” শুক্রবার সিরিজ হারের পর বলেছেন ধোনি। তাঁর আরও ব্যাখ্যা, “আমি যা দেখলাম তাতে একটা ম্যাচ বাদ দিলে প্রায় সব সময়ই আমরা পিছিয়ে থেকে এগনোর চেষ্টা করে যাচ্ছিলাম। আর এ সব পরিস্থিতিতে আস্কিং রেট প্রচণ্ড বেড়ে যায়। শেষ পঁচিশ ওভারে আট-ন’রান তাড়া করাটা বেশ কঠিন। যেটা আমাদের কাছে বেশ বড় ধাক্কা ছিল।”

ভারতীয় ব্যাটিং বিপর্যয়ের একটা বড় অংশ অবশ্য দলের ওপেনাররাও। সব ব্যাটসম্যানের কাছ থেকেই আরও বেশি পজিটিভ মনোভাব দেখতে চান ধোনি। তিনি বলেছেন, “মাঝে মাঝে লোকেরা বড্ড বেশি ভাবা শুরু করে। হ্যাঁ, নিউজিল্যান্ড খুব ভাল বল করেছে। কিন্তু আমরাও আমাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারিনি। আলাদা কিছু চেষ্টা করিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুরু থেকে পজিটিভ মনোভাব নিয়ে খেলা। তার মানে শুধু বড় শট খেলা নয়, দরকারে ডিফেন্ড করা বা এক রান নেওয়া। এই বদলটা আমাদের করতে হবে।”
তবে সিরিজ হারের প্রধান কারণ হিসেবে ধোনি তুলে ধরেছেন তাঁর মিডল অর্ডারের ব্যর্থতা। “দুটো টিমের মধ্যে সবচেয়ে বড় তফাত ছিল মিডল অর্ডার ব্যাটিং। ওরা খুব ভাল ব্যাট করেছে। স্ট্রাইক রোটেট করেছে। হাতে উইকেট রেখে শেষের দিকে বড় শট খেলেছে। রস না হলে গুপ্তিল, কেন না হলে অন্য কেউ। মাঝের ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে ওরা কর্তৃত্ব রেখে খেলে গিয়েছে। আর ঠিক সেই সময়ই আমরা পরপর উইকেট হারিয়ে পিছিয়ে পড়েছি।”
এক নজরে মিডল অর্ডার
নিউজিল্যান্ড
ভারত

নিউজিল্যান্ড
গুপ্তিল ক শামি বো অ্যারন ১৬
রাইডার ক রাহানে বো ভুবনেশ্বর ১৭
উইলিয়ামসন ক রাহানে বো অ্যারন ৮৮
টেলর ক ধবন বো শামি ১০২
ব্রেন্ডন ক ইশান্ত বো কোহলি ২৩
নিশাম নট আউট ৩৪
রঙ্কি নট আউট ১১
অতিরিক্ত ১২
মোট ৫০ ওভারে ৩০৩-৫।
পতন: ২২, ৪১, ১৯৩, ২৪৩, ২৭৪।
বোলিং: শামি ১০-৩-৬১-১, ভুবনেশ্বর ৮-০-৪৮-১, অ্যারন ১০-০-৬০-২,
অশ্বিন ৬-০-৩৭-০, জাডেজা ৯-০-৫৪-০, কোহলি ৭-০-৩৬-১।

ভারত
রোহিত ক টেলর বো মিলস ৪
ধবন ক নাথান বো হেনরি ৯
কোহলি ক পরিবর্ত বো নাথান ৮২
রাহানে এলবিডব্লিউ হেনরি ২
রায়ডু ক উইলিয়ামসন বো হেনরি ২০
ধোনি ক নিশাম বো উইলিয়ামসন ৪৭
অশ্বিন বো উইলিয়ামসন ৭
জাডেজা ক গুপ্তিল বো মিলস ৫
ভুবনেশ্বর ক রঙ্কি বো হেনরি ২০
শামি নট আউট ১৪
অ্যারন বো নিশাম ০
অতিরিক্ত
মোট ৪৯.৪ ওভারে ২১৬ অল আউট।
পতন: ৮, ২০, ৩০, ৭৮, ১৪৫, ১৬৭, ১৭৪, ১৮১, ২১৫।
বোলিং: মিলস ১০-১-৩৫-২, ম্যাক্লেনাঘন ১০-০-৪৫-০, হেনরি ১০-১-৩৮-৪,
নিশাম ৫.৪-০-৪৫-১, নাথান ১০-১-৩৩-১, উইলিয়ামসন ৪-০-১৯-২।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.