অ্যান্ডি ফ্লাওয়ারের অবস্থা দেখার পর ডানকান ফ্লেচারকে আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। মিস্টার ফ্লেচার, আপনি ভাগ্যবান। এমন এক দেশের কোচ হয়ে আপনি এসেছেন, যেখানে অ্যাকাউন্টিবিলিটির দরকার নেই। বোর্ডকর্তা বা ক্যাপ্টেনের ইয়েস ম্যান হয়ে চলতে পারলেই হল। যদি দেশটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া হত, এত দিন আপনার চাকরি থাকত কি?
যেমন শুক্রবার চাকরি গেল ফ্লাওয়ারের। অ্যাসেজে ইংল্যান্ডের ০-৫ হারের ধাক্কায়! অথচ একই দিনে নিউজিল্যান্ডে ভারত ০-৪ সিরিজ হারলেও ফ্লেচারের কিছু হয় না! কথাগুলো কানে লাগলেও এটা সত্যি।
ফ্লাওয়ারকে সরতে হল কারণ অ্যাসেজ হারের কারণে ও দায়বদ্ধ। আর বিদেশের মাঠে পরের পর সিরিজ হেরেও ফ্লেচার বহাল তবিয়তে আছে কারণ, এ দেশে দায়বদ্ধতার দরকারই নেই! ভেবে দেখুন, ফ্লেচার ভারতীয় ক্রিকেটে আসার পর বিদেশে কী পারফরম্যান্স ধোনিদের। ইংল্যান্ডে ০-৪। অস্ট্রেলিয়ায় ০-৪। দেশের মাঠেও ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হার। তার পর দেশে একটু জিতে আবার বিদেশ, আবার হার। বিশ্বের ৮ নম্বর ওয়ান ডে টিম নিউজিল্যান্ডের কাছেও সম্পূর্ণ দিশাহীন দেখাল ভারতকে! আজ ইন্ডিয়া কোচের নাম ডানকান ফ্লেচার বলে ও বেঁচে যাচ্ছে। কিন্তু নামটা যদি কোনও সন্দীপ পাটিল, অংশুমান গায়কোয়াড় এমনকী কপিল দেব-ও হত, বোর্ড এত দিন রাখত তো? আর বিদেশি কোচ রাখার কারণটা কী? না, তুমি বিদেশে কী ভাবে খেলতে হবে, সেটা দেখিয়ে দেবে। কী দেখিয়েছে ফ্লেচার তিন বছরে? আজও রায়না শর্ট বলের সামনে মুশকিলে পড়ে। ধবনও এখন পড়ছে। সিনিয়র বোলাররা এখনও শিখল না কী ভাবে বিদেশে ম্যাচ জেতাতে হয়।
সাফ বলছি, দায়বদ্ধতা ধরলে ফ্লেচারের চাকরি একদিনও থাকা উচিত নয়। ভুল বললাম, এক ঘণ্টাও নয়!
|
অ্যান্ডি ফ্লাওয়ার
(ইংল্যান্ড কোচ ২০০৯-২০১৪) |
যা করে খারিজ |
টেস্ট ৬৬ ম্যাচ, ৩০ জয়, ১৭ হার, ১৯ ড্র, ১৯ সিরিজে ১২ জয় (টানা ৮ সিরিজ অপরাজিত, ৩ অ্যাসেজ, ২৮ বছর পর ভারতের মাটিতে সিরিজ), ৪ হার, ৩ ড্র
ওয়ান ডে ১১০ ম্যাচ, ৫৭ জয়, ৪৮ হার, টাই/ফলহীন ২/৩, সিরিজ ২৭, জয় ১৭, হার ৯, ড্র ১
টি-টোয়েন্টি ৫০ ম্যাচ, ২৫ জয়, ২১ হার, ফলহীন ৪, সিরিজ ২০, জয় ৭ (২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ), হার ৫, ড্র ৮ |
ডানকান ফ্লেচার
(ভারত কোচ ২০১১ জুন থেকে) |
যা করে বহাল |
টেস্ট ২৮ ম্যাচ, ১২ জয় (বিদেশে ১), ১১ হার, ৫ ড্র, ৯ সিরিজে ৫ জয় (সব ঘরের মাঠে), হার ৪
ওয়ান ডে ৭৬ ম্যাচে ৪৩ জয়, ২৭ হার, টাই/ফলহীন ৩/৩, সিরিজ ১৬, জয় ১০ (২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ), হার ৬ (বিদেশে ৫)
টি-টোয়েন্টি ১৮ ম্যাচ, ১০ জয়, ৮ হার, সিরিজ ১১, জয় ৩, হার ৫ (২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ), ড্র ৩ |
|