পুরোপুরি না হলেও কিছুটা স্বস্তির খবর! অবশেষে চোখ খুলে তাকালেন কোমায় থাকা মিশায়েল শুমাখার। শুধু তাই নয়, ফর্মুলা ওয়ানে সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিয়েছেন বলে খবর।
ফ্রান্সের প্রথম সারির ক্রীড়া দৈনিক ‘ল্যে কিপ’ জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হয় শুমাখারকে কৃত্রিম (ইনডিউসড) কোমা থেকে বের করে আনার প্রক্রিয়া। চলছে তাঁর মস্তিষ্কের নানা পরীক্ষা। আর তাতে ৪৫ বছরের শুমাখার সাড়া দিচ্ছেন বেশ ইতিবাচক ভাবেই। শুধু তাই নয়, দৈনিকটির প্রতিবেদনে হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, গত এক মাসে শুমাখার নিয়ে এটাই সবচেয়ে ভাল খবর।
এই খবরের সত্যতা প্রমাণ করতে ফরাসি দৈনিকটির সহকারী সম্পাদক জানিয়েছেন, “এই খবর একশো শতাংশ সত্যি।” প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দেহের তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় শুমাখারের। সঙ্গে কড়া ঘুমের ওষুধ প্রয়োগ করে কৃত্রিম (ইনডিউসড) কোমায় রাখা হয় তাঁকে। গত বুধবার থেকে নিউরোসার্জন ইমানুয়েল গে-র নেতৃত্বে একদল চিকিৎসক সেই ওষুধগুলোর প্রয়োগ কমাতে শুরু করেন ধীরে ধীরে। সংবাদপত্রটির দাবি, তখনই নাকি চোখ খুলে তাকান শুমাখার। চিকিৎসকরা এর পর তাঁকে চোখ খোলা, বন্ধ করা, হাত মুঠো করার নানা নির্দেশ দিলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। যদিও শুমাখারের মুখপাত্র সাবিন কেম এ ব্যাপারে ঝেড়ে কাশেননি। বরং তিনি বলেছেন, “কৃত্রিম কোমা থেকে শুমাখারকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না। আর বেসরকারি ভাবে যে খবর রটছে, তা নিছকই জল্পনা।”
ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে গত ২৯ ডিসেম্বর দুর্ঘটনায় পড়েছিলেন মিশায়েল শুমাখার। তার পর থেকে তাঁর ঠিকানা ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতাল। যেখানে ইতিমধ্যেই মস্তিষ্কে দু’বার অস্ত্রোপচার হয়েছে শুমাখারের। |