পুরুলিয়া-বাঁকুড়া
শহর ছড়ালেও বাড়ছে না পুর-এলাকা
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
সঞ্চয়ের টাকা খরচ করে মনের মতো করে বাড়ি তোলা হয়েছে। কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা নেই। বড় রাস্তা ছেড়ে মেঠো রাস্তা পেরিয়ে তবে বাড়িতে ঢুকতে পারেন কাটজুড়িডাঙার শরৎপল্লির বাসিন্দা সব্যসাচী নন্দী। বর্ষায় সেই রাস্তাই জল-কাদায় ভরে যায়। হাতে টর্চ না থাকলে সন্ধ্যায় বাড়ি ফিরতে ফাঁপড়ে পড়েন জুনবেদিয়ার বাসিন্দা স্বপন গঙ্গোপাধ্যায়। তাঁর ঝাঁ চকচকে বাড়িতে আলো ঝলমল করলেও কয়েক মিটার দূরের রাস্তায় কোনও আলো নেই। তাই গরম পড়লেই সাপের ভয়ে ওই রাস্তা পেরোতে আতঙ্কে থাকেন তিনি।
অপহৃত দীপকে উদ্ধারের দাবিতে ফের মিছিল ইন্দাসে
নিজস্ব সংবাদদাতা, ইন্দাস:
মিজোরামে কাজে গিয়ে অপহৃত বাঁকুড়ার ইন্দাসের যুবক দীপ মণ্ডলকে উদ্ধারের দাবিতে ফের সরব হলেন তাঁর বন্ধু, শিক্ষক, ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে এলাকায় মিছিল করলেন তাঁরা। কিছুক্ষণ থানার সামনে রাস্তা অবরোধও করেন। আগামী কয়েকদিনের মধ্যে দীপকে উদ্ধার করতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
টুকরো খবর
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বাঁকুড়ায়।—নিজস্ব চিত্র।
বীরভূম
সালিশি সভা বসে পঞ্চায়েত সদস্যের সামনেই
অর্ঘ্য ঘোষ ও শমিকা মাইতি, লাভপুর:
সালিশি সভায় উপস্থিত ছিলেন, সালিশিপত্রে স্বাক্ষর করেন, তরুণীর প্রেমিকের জামিনদারও তিনিই। এ সব কথা স্বীকারও করে নিচ্ছেন লাভপুরের চৌহাট্টা-মহোদরী ১ পঞ্চায়তের তৃণমূল সদস্য অজয় মণ্ডল। কিন্তু ওই সালিশি সভায় গণধর্ষণের নিদান দেওয়া হয়েছিল কি না, অথবা ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে কি না, সেটা তাঁর জানা নেই বলেই দাবি অজয়বাবুর।
অরুণ মুখোপাধ্যায়, সিউড়ি ও অর্ঘ্য ঘোষ, লাভপুর:
লাভপুরের গ্রামে আদিবাসী তরুণীর গণধর্ষণের অভিযোগে আলোড়ন উঠেছে রাজ্যের সাঁওতালি সমাজে। সালিশি সভা বসিয়ে মাঝি হড়ম ওই তরুণীকে গণধর্ষণের নির্দেশ দিয়েছেন, নিজেও ধর্ষণ করেছেন এই নালিশে রীতিমতো বিস্মিত ‘ডিসম মাঝি’ নিত্যানন্দ হেমব্রম। সাঁওতাল সমাজের সর্বোচ্চ এই নেতা বৃহস্পতিবার বলেন, “এটা স্বপ্নেও ভাবা যায় না। আমাদের সমাজ এ ধরনের জিনিস কখনওই অনুমোদন করে না।”
সত্য হলে শাস্তি চান
আদিবাসী প্রতিনিধিরা
ভয়ের আবহে দিন
কাটছে সুবলপুরের
স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের নালিশ, গ্রেফতার শিক্ষক
টুকরো খবর
বৃহস্পতিবার থেকে পুরুলিয়া নেতাজি সুভাষ উদ্যানে বন দফতরের
উদ্যোগে শুরু হয়েছে দু’দিনের পুষ্প প্রদর্শনী। —নিজস্ব চিত্র।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.