ফের কাজে বাধা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বাসিন্দাদের বাধায় বৃহস্পতিবারও কাজ হল না ভুরকুণ্ডাবাড়ি এলাকায়। ওখানে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পের ওয়াটার করিডরের কাজে বুধবার এলাকার বাসিন্দারা বাধা দিয়েছিলেন। ডিভিসি-র রঘুনাথপুর প্রকল্পের চিফ ইঞ্জিনিয়র দেবাশিস মিত্র বলেন, “আজও কাজ হয়নি ওখানে। ঠিকাদার যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছেন। প্রশাসনকে জানিয়েছি।” রঘুনাথপুর মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, “বুঝিয়ে আমরা কাজ শুরু করার চেষ্টা করছি।”
|
আলোচনাচক্র
নিজস্ব প্রতিবেদন |
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। এ দিন স্বামী বিবেকানন্দের জন্মতিথি পুজো অনুষ্ঠিত হল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। নেতাজির জন্মদিন উপলক্ষে সকালে বিদ্যাপীঠের স্বদেশবেদীতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজির জীবনে স্বামীজির অবদান শীর্ষক একটি আলোচনা করেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ ও বিদ্যাপীঠের সহ-সম্পাদক স্বামী অকিঞ্চনানন্দ।
|
নদীর খাতে গাড়ি পড়ে যাওয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন এক জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে, গঙ্গাজলঘাটি থানার শালি নদীর সেতুতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাহান সাহ(৫৪)। জখম শরদ কুমার গঙ্গাজলঘাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। দু’জনেরই বাড়ি বিহারের ভাগলপুরে। গাড়িটি বাঁকুড়া থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে শালি নদীর সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়। |