পিকনিক দলের অপেক্ষায় সবুজ দ্বীপ, হরিণ উদ্যান |
|
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: ভরা পিকনিকের মরসুমেও সে ভাবে ভিড় নেই জঙ্গিপুর মহকুমায় পিকনিকের জন্য জনপ্রিয় জায়গাগুলোতে। অন্য বছর মাঘের শুরু থেকেই প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিড়ে গমগম করত রঘুনাথগঞ্জের সবুজ দ্বীপ। অথচ বৃহস্পতিবার, ছুটির দিনেও সেখানে ভিড় করেছিলেন মাত্র ৩৩টি পিকনিক দলের শ’পাঁচেক লোকজন। একই অবস্থা ফরাক্কার ডিয়ার ফরেস্ট লাগোয়া গঙ্গা পাড়ের পিকনিক স্পটেরও। |
|
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ: শীতের পর্যটন মরসুমে নবদ্বীপ, মায়াপুর, বেথুয়াডহরি থেকে কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে ভিড় উপচে পড়ে। এই মরমুমের জন্য অপেক্ষা করেন ব্যবসায়ীরাও। কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে এই এলাকায় পর্যটন শিল্পের প্রসারের যে সম্ভাবনা ছিল, তা পূরণ হচ্ছে না বলে ব্যবসায়ীদের দাবি। নদিয়া জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাংগঠনিক সম্পাদক উত্তম সাহা বলেন, “বছরের অন্য সময়ের তুলনায় ব্যবসায় এই সময়টাতে অর্থের প্রবাহ কুড়ি থেকে পঁচিশ শতাংশ বেড়ে যায়। |
হোটেল, শৌচাগারের অভাব ঘোচেনি
ভরা মরসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন |
|
মারধরের নালিশ বাম নেতাদের |
|
|
কৃষ্ণনগর সিএমএস স্কুল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে নদিয়া হস্তশিল্প মেলা।
ছবিটি তুলেছেন কল্লোল প্রামাণিক। |
|
বেঞ্চ অপ্রতুল,
সমস্যার মুখে লস্করপুর স্কুল |
ভারতীয় কৃষককে
আটকের নালিশ |
|
টুকরো খবর |
|
|
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মতিথিতে সারগাছি রামকৃষ্ণ মিশনে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক। |
|
|