কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখন্ডে চাষ করতে যাওয়া এক ভারতীয় কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজিবি’র বিরুদ্ধে। বুধবার বিকেলে কাঁটাতারের গেটে ভোটার কার্ড জমা দিয়ে চাষ করতে যান কৃষ্ণগঞ্জের নোনাগঞ্জের বাসিন্দা তাপস ঘোষ। অভিযোগ, তখন তাঁকে বিজিবি জোর করে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাপসবাবুর ভাই বিশ্বজিত্ ঘোষ বলেন, “অন্যান্য দিনের মত এ দিনও দাদা কাঁটাতারের ওপারে জমিতে গিয়েছিলেন। অন্য কৃষকরা দেখেন আচমকা কয়েক জন বিজিবি-এর জওয়ান দাদাকে ধরে নিয়ে যাচ্ছে।” তারপর তাপসবাবুর পরিবারের লোকজন ছুটে যান স্থানীয় বিএসএফ ক্যাম্পে। এলাকার বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্য তৃণমূলের অশোক হালদার বলেন, “ঘটনার পর থেকে ওই কৃষককে ফিরিয়ে আমার জন্য সবরকম চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনওভাবেই তাপসবাবুকে ফিরিয়ে আনা যায়নি।’’
তিনি বলেন, “এতদিন ভারতীয় কৃষকদের জমি থেকে ফসল চুরি করে নিয়ে যেত বাংলাদেশী দুষ্কৃতীরা। এ বার খোদ কৃষককেই তুলে নিয়ে গেল বিজিবি। এরকমটা চলতে থাকলে তো খুবই মুশকিল।” এই ঘটনার পর থেকে স্থানীয় কৃষকরা তারকাঁটার ওপারের মাঠে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন। তবে কৃষ্ণগঞ্জের এই ঘটনা অবশ্য প্রথম নয়। দিনকয়েক আগেও গেদের এক চাষিকে একই কায়দায় বাংলাদেশে তুলে নিয়ে গিয়েছিল বিজিবি’র জওয়ানরা। এখনও পর্যন্ত ওই চাষিকে ফিরিয়ে আনা যায়নি। |