টুকরো খবর
স্কুলে ভাঙচুর
জমি বিতর্কের জেরে বৃহস্পতিবার কৃষ্ণনগরের রাধানগর এলাকার নাচের একটি আবাসিক স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল জনাকয়ের স্থানীয় যুবকের বিরুদ্ধে। তছনছের সময় অবশ্য স্কুলে কেউ ছিলেন না। পুলিশ গিয়ে হামলাকারীদের বাধা দেয়। পরে ওই স্কুলের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের কর্ণধার মানসী দাস বলেন, “ওই জমি কেনার জন্য মালিককে আগাম টাকা দেওয়া হয়। তার প্রমাণও আছে। কিন্তু শরিকি আইনি বিবাদে রেজিস্ট্রি করতে পারছি না। এর মধ্যে মালিক লোক দিয়ে স্কুল ভেঙে দিল।” জমির মালিক শিবনাথ শুকুল বলেন, “আমি কোনও টাকা পাইনি। ওই জমির ‘পাওয়ার অফ এটর্নি’ যাদের দেওয়া হয়েছে তাঁরাই এ দিন ভাঙচুর করেছে।” ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের একজনের বক্তব্য, “ওই জমি আমাদের। ওই সংস্থা অবৈধভাবে বাড়ি বানিয়েছে। তাই আমরা উচ্ছেদ করতে এসেছিলাম।” কৃষ্ণনগরের আইসি রাজকুমার মালাকার বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

জখম বালক
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন বালক। বুধবার বিকেলে বেলডাঙার কাজিসাহা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, পরিত্যক্ত জমিতে তিনটি সকেট বোমা পড়েছিল। বল ভেবে গ্রামেরই তিন বালক হাত দিতেই বোমাগুলি ফেটে যাওয়াতেই এই বিপত্তি। জখমরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‌সাধীন।

দেহ উদ্ধার
বাড়ির সামনে আমগাছের ডালে মাম্পি মার্জিত (১৬) নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করল তার বাড়ির লোকজন। বৃহস্পতিবার সকালে সাগরদিঘির পারুলিয়া গ্রামের ঘটনা। সামসাবাদ স্কুলের ওই ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার আশঙ্কায় আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান।

রিলে অনশনে কংগ্রেস
ব্যস্ত রেল লাইনের উপরে ওভার ব্রিজ গড়তে বাধা শাসক দলের অসহযোগীতা। এমনই দাবিতে এ বার গড়ার দাবিতে এ বার বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে বৃহস্পতিবার থেকে অনশনে বসল জেলা কংগ্রেস। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত ৭ দিন ধরে সেখানে রিলে অনশন করবেন কংগ্রেস কর্মীরা। শহরে দু’টি রেলগেট রয়েছে। যা বহরমপুরের যানজটের অন্যতম কারণ বলে মনে করে স্থানীয় প্রশাসনও। আম জনতা থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালমুখি মরণাপন্ন রোগী সবাইকেই এ জন্য ভুগতে হয়। ওই রেলগেটের উপরেই ওভার ব্রিজ তৈরির দাবি দীর্ঘ দিনের। গত ১৫ অগস্ট চোঁয়াপুরে ওই ব্রিজ গড়তে শিলান্যসও করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। কিন্তু অভিযোগ রাজ্য সকরকারের অসহযোগীতায় আজও সেই নির্মাণ শুরু হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.