ব্রিগেডের প্রচারের সময় তিন সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে নদিয়ার তাহেরপুরে ফুলিয়া মোড়ের ঘটনা। জখম ওই তিন নেতা সুপ্রতীপ রায়, শিবশঙ্কর সেন এবং নিতাইপদ বিশ্বাস রানাঘাট হাসপাতালে চিকিত্সাধীন। সিপিএমের জেলা কমিটির সদস্য সুপ্রতীপবাবুর অভিযোগ, এ দিন বাড়ি-বাড়ি ব্রিগেডের সভায় যাওয়ার জন্য আমরা দশ-বারো জন মিলে আবেদন করছিলাম। আচমকা তৃনমূলকমীরা আমাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। অনেকে ভয়ে পালিয়ে যান। আমাদের তিন জনকে ঘিরে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা মারধর করে।
সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “৯ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের জন্য দলের পক্ষ থেকে ফুলিয়ায় প্রচারের সময় তৃণমূলের লোকজন আমাদের নেতা-কর্মীদের আক্রমণ করে। এই ঘটনায় তাহেরপুরে আমরা প্রতিবাদ সভাও করেছি।” অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃনমূল বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “ওঁদের প্রচারের সময় স্থানীয় একটি ক্লাব নেতাজির জন্ম দিন পালন করছিল। যতদূর শুনেছি ক্লাবের সদস্যদের সঙ্গে সিপিএম নেতাদের ঝামেলা হয়।” জেলার পুলিস সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
সংবাদদাতা, রানাঘাট: ব্রিগেডের প্রচারের সময় তিন সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে নদিয়ার তাহেরপুরে ফুলিয়া মোড়ের ঘটনা। জখম ওই তিন নেতা সুপ্রতীপ রায়, শিবশঙ্কর সেন এবং নিতাইপদ বিশ্বাস রানাঘাট হাসপাতালে চিকিত্সাধীন। সিপিএমের জেলা কমিটির সদস্য সুপ্রতীপবাবুর অভিযোগ, এ দিন বাড়ি-বাড়ি ব্রিগেডের সভায় যাওয়ার জন্য আমরা দশ-বারো জন মিলে আবেদন করছিলাম। আচমকা তৃনমূলকমীরা আমাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। অনেকে ভয়ে পালিয়ে যান। আমাদের তিন জনকে ঘিরে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা মারধর করে।
সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “৯ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের জন্য দলের পক্ষ থেকে ফুলিয়ায় প্রচারের সময় তৃণমূলের লোকজন আমাদের নেতা-কর্মীদের আক্রমণ করে। এই ঘটনায় তাহেরপুরে আমরা প্রতিবাদ সভাও করেছি।” অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃনমূল বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “ওঁদের প্রচারের সময় স্থানীয় একটি ক্লাব নেতাজির জন্ম দিন পালন করছিল। যতদূর শুনেছি ক্লাবের সদস্যদের সঙ্গে সিপিএম নেতাদের ঝামেলা হয়।” জেলার পুলিস সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|