বিধায়কের অনুরোধ, অনশন প্রত্যাহার |
অবশেষে সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষের অনুরোধে বৃহস্পতিবার অনশন প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ আট তৃণমূল কাউন্সিলর। এ দিন বেলা ১১টা নাগাদ কয়েকশো সমর্থকদের নিয়ে ব্রিগেড জনসভা উপলক্ষে সিউড়িতে একটি মিছিল করেন বিধায়ক। সেই মিছিল নিয়েই সিউড়ি পুরসভায় যান তিনি। ওখানে অনশনকরীদের মঞ্চে ব্রিগেড জনসভায় যোগ দিতে অনুরোধ করেন এবং অনশনরত কাউন্সিলরদের শরবত খাইয়ে অনশনভঙ্গ করান। স্বপনবাবু বলেন, “পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শীর্ষ নেতৃত্বের কথা মতো কাউন্সিলরদের অনশন ভাঙতে অনুরোধ জানাই। সেই মতো তাঁরা অনশন প্রত্যাহার করে নেন।” এ কয়েক দিন অনশনে থাকা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দাস বলেন, “বিধায়ক আশ্বাস দিয়েছেন তিন মাসের মধ্যে সংসদীয় মন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং তা সমাধান করবেন। সমধান সূত্র না মিললে বিধায়ক পরবর্তী আন্দোলনে আমাদের সঙ্গ দেবেন।” প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে অনশন চলছিল। ওই সকালে প্রায় হাজার দেড়শো সমর্থক নিয়ে ওই কাউন্সিলরেরা পুরসভায় যান। দুপুর ১২টা নাগাদ প্রশাসনিক ভবন থেকে তাঁরা পুরপ্রধানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে শ্লোগান দিতে দিতে অনশন মঞ্চের দিকে এগিয়ে যান। একটি প্রচারপত্রও বিলি করেছিলেন।
|
বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় রামপুরহাট মহকুমা পুলিশের উদ্যোগে তারাপীঠ থেকে রামপুরহাট পর্যন্ত সাড়ে সাত কিমি ম্যারাথন রেসে মহিলা ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে ধানি মুর্মু এবং রাজীব মাল। রামপুরহাটের শালতলা এলাকার বাসিন্দা ধানি মুর্মু সময় নিয়েছেন ৪৮ মিনিট ৪০ সেকেণ্ড। নলহাটি থানার বানশোড় এলাকার বাসিন্দা রাজীব মাল সময় নিয়েছেন ২১ মিনিট ৩৫ সেকেণ্ড। বৃহস্পতিবার সকালে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায় এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পুলিশের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবং মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক ভাল রাখাই উদ্দেশ্য বলে জানিয়েছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধূরী, মহকুমার বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা।
|
স্বামীকে ‘খুন’, গ্রেফতার স্ত্রী |
স্বামীকে খুন করার অভিযোগে এক বধূকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সোনালী মণ্ডল। তাঁকে বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে হাজির করানো হলে দু’দিন পুলিশি হেফজত হয়। পুলিশ জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর দুবরাজপুরের মেজে গ্রাম থেকে দয়াময় মণ্ডল নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। দু’দিন পরে মৃতের দিদি রীতা বাগ ভাতৃবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে খয়রাশেলের লাউবেড়িয়া গ্রামে বাপেরবাড়ি থেকে ওই বধূকে পুলিশ গ্রেফতার করে।
|
বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব হয়েছে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলে। আশ্রমের প্রাক্তন শীর্ষসেবক প্রয়াত ব্রহ্মচারী নিত্য চৈতন্যের ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের পুরস্কৃত করা হল বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা সুপ্তী রায়। তিনি জানান, স্কুলের অনুমোদন থেকে ভবন তৈরি সব ক্ষেত্রেই ওঁর অবদানের কথা মাথায় রেখে, এই দিনটি বাছা হয়েছে। ব্রহ্মচারী নিত্য চৈতন্যের জন্মদিন পালন করেছে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমও। |