প্রয়োজনে আইসিসি ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবছে ভারত
|
|
গৌতম ভট্টাচার্য, কলকাতা: হ্যামিল্টন উইকেটে ধোনিদের আত্মসমর্পণের কয়েক ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলল। যেখানে ‘বাইশ গজে’ শ্রীনিবাসনদের প্রতিদ্বন্দ্বীর নাম আইসিসি। অদ্ভুত এক সমীকরণ, যেখানে ভারতের পক্ষে এত দিনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। বিপক্ষে এত দিনের বন্ধু পাকিস্তান, শ্রীলঙ্কা। |
|
আইসিসি-র সংস্কার প্রস্তাব নিয়ে দু’ভাগ হয়ে যাচ্ছে ক্রিকেটবিশ্ব
নিজস্ব প্রতিবেদন: আইসিসি-র নতুন সংস্কার প্রস্তাব কি আদৌ ক্রিকেটের স্বার্থে, না তাতে ভারত,
ইংল্যান্ড আর অস্ট্রেলীয় বোর্ডেরই শুধু লাভ হবে? প্রশ্নে তোলপাড় ক্রিকেট বিশ্বে। শুধু তাই নয়, আইসিসি-র
এই প্রস্তাব নিয়ে পরিষ্কার দুই মেরুতে ভাগ হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া।
দুবাইয়ে ২৮-২৯ জানুয়ারি আইসিসির
এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে তিন বোর্ডের প্রস্তাবিত সংস্কারের যে খসরা প্রস্তাবিত হয়েছে তা নিয়ে
আলোচনা আর ভোটাভুটি হবে। সেখানেই ঠিক হবে এই প্রস্তাবের ভবিষ্যৎ। |
|
ভিন্টেজ ফেডেরার সামনে পড়লে কী হয়, টের পেল মারে
|
জয়দীপ মুখোপাধ্যায়: অ্যান্ডি মারেকে কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ হারিয়ে ফেডেরার অস্ট্রেলীয় ওপেন সেমিফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার পর বুধবার সন্ধে থেকে একটা প্রশ্ন খুব বেশি শুনতে হচ্ছে। ম্যাচটায় কি আসলে এডবার্গের ভলির কাছে হেরে গেল লেন্ডলের পাওয়ারফুল বেসলাইন টেনিস?
লেন্ডলের কোচিংয়ে বেশ কিছু দিন কাটিয়ে মারের ফোরহ্যান্ডের প্রচুর উন্নতি ঘটেছে। খেলার পাশাপাশি মানসিকতাতেও টাফনেস এসেছে। সব সত্যি। |
|
|
|
|
|
|
|
মেসিই প্রেরণা,
মেনে নিচ্ছেন রোনাল্ডো |
|
ওডাফাদের ফুরফুরে
মেজাজে
আত্মবিশ্বাস আছে,
আত্মতুষ্টি নেই |
|
|
|
মিলখা অলিম্পিকে
অ্যাথলিটদের হাতে
পদক দেখতে চান |
|
|
টুকরো খবর |
|
|
খুদে উওম্ব্যাট নিয়ে ইউজিন। মেলবোর্নের প্লেয়ার্স লাউঞ্জে বুধবার। ছবি: এএফপি। |
|
ভ্রম সংশোধন
বুধবার ‘মর্যাদার ম্যাচটা জিততে পেরেছেন এটাই তৃপ্তি চিডি, আর্মান্দোর’ শীর্ষক প্রতিবেদনে
ভুলবশত ‘সবচেয়ে বেশি ফেড কাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে ইস্টবেঙ্গলের ঝুলিতে’
তথ্যটি
লেখা হয়েছে। আসলে ফেড কাপে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান।
ইস্টবেঙ্গল
রয়েছে দ্বিতীয় স্থানে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। |
|
|
|