মিলখা সিংহের জীবনে ‘ভাগ মিলখা ভাগ’ এখন চলেছে! এখনও তিনি দৌড়ে চলেছেন। একটা স্বপ্নকে তাড়া করার দৌড়। অলিম্পিকে যে পদকটা তিনি সামান্যর জন্য ফেলে রেখে এসেছিলেন, ভারতের নতুন প্রজন্মের অ্যাথলিটদের হাতে অলিম্পিকের সেই পদকটাই দেখা।
বুধবার কলকাতায় এসে ‘উড়ন্ত শিখ’ কিছুটা আক্ষেপের স্বরেই বলেন, “ভারতীয় অ্যাথলিটরা অলিম্পিকে পদক জিতেছে, এটা দেখে যেতে পারলেই আমার জীবন সার্থক হবে।”
শ্রীমতী স্মৃতি লালার ‘রাগ অনুরাগ মিউজিক রিসার্চ অ্যাকাডেমি-র এক অনুষ্ঠানে এসেছিলেন মিলখা। সেখানেই দেশের বর্তমান অ্যাথলেটিক্সের হাল নিয়ে আফসোস করতে গিয়ে বললেন, “আমরা বক্সিং, কুস্তি, শু্যটিং, ব্যাডমিন্টনসব কিছুতেই অলিম্পিকে পদক পাচ্ছি। কিন্তু অ্যাথলেটিক্সে নয়। আর এটাই আমার কাছে সবচেয়ে খারাপ লাগে।” |
শহরে এক অনুষ্ঠানে মিলখা সিংহ। বুধবার। ছবি: উৎপল সরকার। |
দেশের বর্তমান ক্রীড়াবিদদের কাছে ‘ভাগ মিলখা ভাগ’ অনুপ্রেরণার কাজ করবে বলে মনে করেন মিলখা। তাঁর জীবন নিয়ে তৈরি ছবিতে ফারহান আখতারের অভিনয়ে এখনও মুগ্ধ তিনি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে তাঁর কাছে নাকি অসংখ্য ভক্তের চিঠি আসতে শুরু করেছে। “আগেও আমার কাছে চিঠি আসত, তবে সেটা হাতে গোনা। কিন্তু ‘ভাগ মিলখা ভাগ’ মুক্তি পাওয়ার পর থেকে আমার ভক্তের সংখ্যা বেড়ে গেছে।”
ভারতীয় ক্রীড়াবিদরা যে ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, তাকেও সাধুবাদ জানাচ্ছেন মিলখা। বলে দিলেন, “ক্রীড়াবিদরা সব সময়ই দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। রাজনীতিতে এলে দেশেরই ভাল হবে। সচিন তেন্ডুলকর যেমন রাজ্যসভার সদস্য হয়েছে। এর জন্য বাহবা দেব ওকে।” একইসঙ্গে সচিনের ‘ভারতরত্ন’ পাওয়া নিয়ে তিনি বললেন, “আমার ভাল লাগছে ওকে ভারতরত্ন দেওয়া হয়েছে। তবে আক্ষেপ রয়েছে ধ্যানচাঁদ এখনও ভারতরত্ন পাননি বলে।” |