আইপিএলের দ্বিতীয় সংস্করণেই নাইটদের পরিবারে কোচের ভূমিকায় তাঁকে দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।
অবশেষে পাঁচ বছর পর আইপিএল-সেভেনের আগে শাহরুখের পরিবারে ব্যাটিং কোচ হিসেবে ঢুকে পড়লেন তিনি— উরকেরি বেঙ্কট রামন। ভারতীয় ক্রিকেটের ডব্লিউভি।
চলতি সপ্তাহের শুরুতেই নাইটদের সংসারে রামনের ঢুকে পড়া নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। অবশেষে বুধবার রাতেই দাঁড়ি পড়ল সেই আলোচনায়। নাইট রাইডার্সে রামনের অন্তর্ভুক্তি নিয়ে সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দেন, “ট্রেভর বেলিস, ওয়াসিম আক্রম এবং বিজয় দাহিয়ার সঙ্গে কোচিং টিমে এ বার নতুন সংযোজন ডব্লিউ ভি রামন। কলকাতা এবং ইডেন গার্ডেন্সের পরিবেশ সম্পর্কে রামনের অভিজ্ঞতা বিশাল। যা এ বার কাজে লাগাবে নাইটরা।”
স্বয়ং রামন অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। ফোনে তাঁকে যোগাযোগ করা হলে তিনি শুধু বললেন, “এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য নয়।” তবে আইপিএলে কোচিং রামনের কাছে নতুন নয়। গত মরসুমেই তিনি ছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের সহকারী কোচ। |
তবে ক্রিকেট মহল মনে করছে ব্যাটিং কোচ হিসেবে রামনের অন্তর্ভুক্তিতে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের একটা বড় ভূমিকা রয়েছে। যার সূত্রপাত গত আইপিএল শেষ হওয়ার পর। যখন জাতীয় দল থেকে বাদ পড়া গম্ভীর নিজের ব্যাটিং শোধরাতে দিল্লিতে ডেকে নিয়েছিলেন রামনকে। এক সপ্তাহ ধরে নেটে গম্ভীরের ভুলত্রুটি দেখে হাতে-কলমে নাইট অধিনায়ককে ফর্মে ফেরার দাওয়াই দিয়ে যান রামন। বলেন, “সব ধরনের ক্রিকেটেই গৌতম গম্ভীর সমান দক্ষ। কিছু টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠতে পারলেই ফের ঝলমল করবে ও।”
ভারতীয় ক্রিকেট মহল জানে, মুরলী বিজয় টেস্ট দলে ঢোকার আগে রামনের কাছে অনুশীলন করেই মানসিক ভাবে পোক্ত হয়ে উঠেছিলেন। এমনকী এখনও বিজয় নিয়মিত টিপস নেন রামনের কাছে। গম্ভীরও তাই ‘রামন এফেক্ট’ কাজে লাগিয়েই কেকেআর-কে যেমন খেতাব জয়ের সরণিতে ফেরাতে চান। তেমনই জাতীয় দলে নিজেকে নিয়মিত করত চান একই সঙ্গে।
গত মরসুমেও বাংলার কোচ ছিলেন রামন। এ বার যিনি তামিলনাড়ুর কোচ। রঞ্জি ট্রফিতে তাঁর দলকে হারিয়েই নক আউটে গিয়েছিলেন লক্ষ্মীরতনরা। সেই রামন ফের সেই লক্ষ্মীদের সংসারে। তবে এ বার তাঁর জোব্বাটা আলাদা। বাংলা নয়, তিনি নাইট রাইডার্স ব্যাটিং কোচ। |