বিশ্বকাপ হকিতে কঠিন গ্রুপে ভারত
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২২ জানুয়ারি |
হকি বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়ল ভারত। এ দিন বিশ্বকাপ হকির যে গ্রুপ তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে রয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া। এ ছাড়াও রয়েছে, ইংল্যান্ড (র্যাঙ্কিং ৪), বেলজিয়াম (৫), স্পেন (১০), মালয়েশিয়া (১৩)। হকিতে ভারতের বিশ্ব র্যাঙ্কিং ৮। অন্য গ্রুপে রয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, কোরিয়া, আর্জেন্তিনা এবং দক্ষিণ কোরিয়া। নেদারল্যান্ডসের হেগ শহরে ৩১ মে থেকে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ হকি। ফাইনাল ১৫ জুন। চার বছর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ হকিতে অষ্টম স্থান পেয়েছিল ভারত। দু’বছর আগে লন্ডন অলিম্পিকে সব ম্যাচ হেরে ফিরেছিল মাইকেল নবসের ভারতীয় হকি দল। নবনিযুক্ত আরেক অস্ট্রেলীয় চিফ কোচ টেরি ওয়ালসের প্রশিক্ষণে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড সিরিজ হকি লিগে অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানিকে হারালেও আট দলের এই টুর্নামেন্টে ভারত শেষ করেছে ষষ্ঠ স্থানে। যদিও বলজিৎ সিংহ সাইনির মতো হকি অলিম্পিয়ান মনে করছেন, এ বারের হকি বিশ্বকাপে ভারত ভালই ফল করবে। তাঁর কথায়, “নতুন কোচ টেরি ওয়ালসকে সময় দিতে হবে। বিশ্বকাপে কিছু করে দেখানোর জন্য মনদীপ, কোঠাজিতের মতো তরুণ ব্রিগেড কিন্তু ফুটছে।”
|
চলতি সপ্তাহেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করতে পারেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার মাতা এরকম একটা আভাস ছিলই। ইংরেজ মিডিয়া জানাচ্ছে, স্প্যানিশ ফুটবলারের প্রতিনিধিরা বুধবারই ৩৭ মিলিয়ন পাউন্ডে তাঁর চেলসি থেকে ম্যান ইউয়ে আসার চুক্তি চূড়ান্ত করার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন। মোয়েসের টিমে মাতার আসার ব্যাপারটা আরও জোরালো হয়েছে এ দিন চেলসির প্র্যাকটিসে তাঁর অনুপস্থিতিতে। চলতি মরসুমের শুরুতে বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকাকে ঢাক ঢোল পিটিয়ে ‘রেড ডেভিল’রা সই করার কথা বললেও ব্যর্থ হয়েছিল। তাই এ বার ম্যান ইউ মাতার চুক্তি নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখার কম চেষ্টা করেনি। তবুও ব্যাপারটা চাপা থাকেনি। তবে মোয়েস এ বার নিশ্চিত মাতার ম্যান ইউয়ে সই করাটা শুধু সময়ের অপেক্ষা।
|
শেষ দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেলেও কর্নাটকের রঞ্জি ফাইনালে যাওয়া আটকাল না। পঞ্জাবের (২৭০) থেকে কর্নাটক (৪৪৭-৫) প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চার মরসুমে প্রথম ফাইনালে গেল বিনয় কুমারের টিম। প্রথম দিনের খেলা বৃষ্টিতে না হলেও পঞ্জাবের রান তৃতীয় দিনই পেরিয়ে গিয়েছিল কর্নাটক। ম্যাচে ফিরতে শেষ দিন পঞ্জাবকে অলৌকিক কিছু করতে হত। কিন্তু বৃষ্টি হওয়ায় সে সুযোগও পেলেন না হরভজন সিংহরা। ফাইনালে কর্নাটক মুখোমুখি মহারাষ্ট্রের।
|
শীর্ষবাছাই সাইনা নেহওয়াল ও পারুপাল্লি কাশ্যপ ভারতীয় গ্রাঁ প্রি গোল্ড টুর্নামেন্টের প্রি কোয়ার্টারে উঠেছেন। দু’জনেই সহজ জয় পান। সাইনা ২১-৭, ২১-৯ হারান সুইডেনের মাটিলডা পিটারসেনকে আর কাশ্যপ ২১-১০, ২১-১২ জয় পান মালয়েশিয়ার হান চোং-এর বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই পুসারলা বেঙ্কট সিন্ধুও প্রথম রাউন্ডে মালয়েশিয়ার লি লিয়ান ওয়াংকে হারিয়েছেন ২১-১৯, ২৪-২২।
|
ভারতীয় তারকারা যখন বিশ্বে পাল্লা দিচ্ছেন সেরাদের সঙ্গে, তখন ভারতীয় গল্ফ প্রতিযোগিতার মেজাজ আরও চড়া করে তুলতে নতুন সিরিজ চালু হল ভারতীয় ট্যুরে। পিজিটিআই-এর এই সাত লেগের সুপার সিরিজের প্রথম লেগ শুরু আমদাবাদে ২৯ জানুয়ারি থেকে। সব মিলিয়ে পুরস্কারমূল্য সাড়ে তিন কোটি টাকা।
|
চলতি মরসুমে জাপানে সুপার ফর্মুলা সিরিজে নামতে পারেন নারায়ণ কার্তিকেয়ন। ভারতের প্রথম ফর্মুলা ওয়ান চালক গত বছর অটো জিপিতে চালিয়েছেন জেলে রেসিংয়ের হয়ে। তিনি যদিও বলছেন, চূড়ান্ত কিছু ঠিক হয়নি। তবে তিনি আশা করছেন খুব দ্রুত এই সিরিজের একটি টিমের সঙ্গে চুক্তি সই করবেন। ৩৭ বছরের তারকা চালক জাপানের সর্বোচ্চ পর্যায়ের এক-আসনের রেসিংয়ের ‘কার টেস্টিং’-এও অংশ নেন।
|
রাঁচিতে অনুষ্ঠিত একাদশ জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পেল কোচবিহারের দুই পড়ুয়া। গত ১৭-১৯ জানুয়ারি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে রাঁচির বীরসা মুণ্ডা স্টেডিয়ামে জেলার তিন প্রতিযোগী অংশ নেয়। অনুর্ধ্ব ১৬ ছেলে ও মেয়েদের ডিসকাস ছোঁড়ায় যথাক্রমে দিনহাটার ওকরাবাড়ির রবিউল হক, মাথাভাঙার রুইডাঙার বাসিন্দা পূর্ণিমা কার্জি ব্রোঞ্জ পদক জেতেন। রবিউল দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুন্সিরহাট সাদেকিয়া মাদ্রাসার দশমের ছাত্র। মাথাভাঙার রুইডাঙার পূর্ণিমা কার্জি আটপুখুরি হাইস্কুলের দশমের ছাত্রী। |