জাপানি কাঁটা উপড়ে দু’গোলে জয়ের খোঁজে মেহতাবরা |
|
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মরসুমের হাইভোল্টেজ আন্তর্জাতিক ম্যাচের আগেই ড্রেসিংরুমে কেক কেটে ফেললেন ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা। বললেন, “লাইবেরিয়া, ইন্দোনেশিয়া সব জানা আছে। অহেতুক চাপ নেব কেন?” কিন্তু প্রতিপক্ষ সেমেন পাদাং-এর তুরুপের তাস এডওয়ার্ড যে সেই চাপটাই রাখছেন। “ইস্টবেঙ্গল নিয়ে হোমওয়ার্ক শেষ। ড্র নয়। জিততেই এসেছি। এখানে বেশি গোল করেই দেশে ফিরতে চাই। কৃত্রিম মাঠ সমস্যা হবে না। আর ওপারাকেও চিনি।” |
|
শ্রীনির দিকে ফের মোদীর মিসাইল |
নিজস্ব প্রতিবেদন: চেন্নাইয়ে ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভায় তাঁর ভাগ্য নির্ধারণের দিন যত এগিয়ে আসছে, তত যেন প্রবল আক্রমণাত্মক হয়ে উঠছেন ললিত মোদী।
আর প্রাক্তন আইপিএল কমিশনারের টার্গেট কে? কে আবার, নারায়ণস্বামী শ্রীনিবাসন। ক্ষুব্ধ মোদীর হুঙ্কার, ২০০৯-এ, আইপিএলের দ্বিতীয় সংস্করণে যা আর্থিক নয়ছয় ঘটেছে, সব শ্রীনি করেছেন। তিনি নন। মোদীর হিসেব ভারতীয় বোর্ডের ৬৩ কোটি ৩০ লক্ষ ডলার ক্ষতি হয়েছে স্রেফ শ্রীনির জন্য। মোদীর জন্য নয়। |
|
মোরিনহোর ‘খিদে’ কমেনি, সতর্ক মেসিদের কোচ |
নিজস্ব প্রতিবেদন: কারও জন্য প্রথম সুযোগ। কারও জন্য ফের শৃঙ্গজয়। আবার কারও সামনে ‘আনফিনিশড বিজনেস’ শেষ করার চ্যালেঞ্জ। অপেক্ষা শেষ। আর ২৪ ঘণ্টার মধ্যেই ইউরোপ জয়ের অভিযানে নেমে পড়ছেন বিশ্ব ফুটবলের মহারথীরা। তবে পরীক্ষা যতটা না ফুটবলারদের, হয়তো তার থেকেও বেশি কোচেদের। বিশেষ করে সে সব কোচের জন্য, যাঁরা এ বছর নতুন টিম নিয়ে নামছেন চ্যাম্পিয়ন্স লিগে। হোসে মোরিনহোর চ্যালেঞ্জ যেমন, নিজের প্রিয় ক্লাব চেলসিকে ইউরোপসেরা করা। |
|
|
কুড়ি বছর পর ডুরান্ড ফাইনালে মহমেডান |
|
|
ক্যানসারজয়ী আবিদালকে
নিজের যকৃত্ দিতে
চেয়েছিলেন আলভেজ |
|
|
|
|
|
আইএফএ চায় দল পাঠাতে, কোচ নারাজ |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|