ঘরের মাঠে ঘরের ছেলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামা নিয়ে উত্সাহ তুঙ্গে। আইপিএল সিক্সে চেন্নাই সুপার কিংসের রাঁচিতে কোনও খেলা না থাকায় এই সুযোগ ছিল না মাহির সমর্থকদের। ২২ সেপ্টেম্বর রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস আর দক্ষিণ আফ্রিকার টাইটানসের ম্যাচের নিরাপত্তা নিয়ে স্থানীয় পুলিশ কর্তাদের চাপ কম নয়। এর মধ্যে আবার মাহির আচমকা বাইক ভ্রমণ নিয়ে তটস্থ রাঁচির পুলিশ প্রশাসন। |
ভারত অধিনায়কের বাইক প্রীতি কারও অজানা নয়। কিন্তু গত কয়েক দিন ধরে বাইকবাজ ধোনি ভোর ভোর স্থানীয় স্টেডিয়ামে তিরন্দাজ আর ফুটবলারদের প্র্যাকটিস দেখতে হাজির হচ্ছেন। তাও আবার পুলিশকে আগাম কিছু না জানিয়েই। যা দেখে ভারত অধিনায়কের নিরাপত্তা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়ে যাচ্ছে পুলিশ। রাঁচির সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট সাকেত কুমার সিংহ তো বলেই দিলেন, “ধোনি বাইকে চড়ে কোথাও যেতে পারেন। কিন্তু আমরা ওর পরিবারকে জানিয়েছি, ধোনি কোথাও বেরনোর আগে যেন আমাদের জানানো হয়। যাতে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা যায়।”
সোমবার যদিও রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসে ধোনির জন্য নিরাপত্তার কোনও অভাব ছিল না। তবে ক্যাপ্টেনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা এখানেই শেষ হচ্ছে না। অন্তত ২৮ সেপ্টেম্বর রাঁচিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত। |