চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই লড়াই শুরু তাঁরও। লড়াই জাতীয় দলে ফেরার। সহবাগ বা জাহির খানের মতো তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ‘এ’ টিমে সুযোগ পাননি। হরভজন সিংহের নিজেকে প্রমাণ করার মঞ্চ এখন তাই চ্যাম্পিয়ন্স লিগই।
মঙ্গলবার মিসবা উল হকের ফয়সালাবাদ উলভস আর ব্রেন্ডন ম্যাকালামের ওটাগো ভোল্টসের লড়াই দিয়েই শুরু এ বারের চ্যাম্পিয়ন্স লিগ। যে দিন আবার কুমার সঙ্গকারার দেশজ টিম কান্দুরাতা মারুনসের বিরুদ্ধে লড়াই তাঁর আইপিএল টিম সানরাইজার্স হায়দরাবাদের। যে টিমের নেতৃত্বে মারকাটারি ব্যাটসম্যান শিখর ধবন। আইপিএলে তাঁর অধিনায়কের বিরুদ্ধে যুদ্ধ ধবনের। আগুনে লড়াইয়ের আবহে জ্বলে উঠতে তৈরি ভাজ্জিও। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৬৯৪ উইকেটের মালিক আইপিএল সিক্সেও দুরন্ত ফর্মে ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের এ বার আইপিএল খেতাব জয়ের পিছনে তাঁর ২৪ উইকেটের অবদানও কম নয়। “যে কোনও ফরম্যাটে খেলতে আমি ভালবাসি। তা সে টেস্ট হোক, ওয়ান ডে বা টি-টোয়েন্টি। মাঠে নামার সময় সেই ফরম্যাটের মতো করে মানিয়ে নেওয়ার ব্যাপারটা বাদ দিলে মূল বিষয়টা কিন্তু একই।”
২১ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্স নামছে রাহুল দ্রাবিড়ের রাজস্থানের বিরুদ্ধে। তার আগে আমদাবাদে দলের প্র্যাকটিসে ব্যস্ত হরভজন সঙ্গে আরও যোগ করেন, “টেস্টের মতো বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষা টি-টোয়েন্টিতে হয় না। তবে দুটো ফর্ম্যাটেই জিততে গেলে উইকেট নেওয়ার মতো বল করতে হয়। এখনও আমার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সেরাটা দেওয়ার খিদে রয়েছে। তাই সামনে যে সুযোগ আছে তাতেই জান লড়িয়ে দিতে হবে।”
জাতীয় দলে ফেরার লড়াইয়ে রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি এখন ‘টার্বুনেটর’এর লড়াই পরভেজ রসুলের সঙ্গেও। হরভজন যদিও সেটা মানছেন না। বলে দেন, “নিজের সঙ্গে প্রতিযোগিতা করতেই ভালবাসি। ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারেও সেটাই করে এসেছি।” বছর দু’য়েক আগে মুম্বই ইন্ডিয়ান্স তাঁর অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। সেই প্রসঙ্গ উঠতেই ভাজ্জি কিছুটা স্বস্তির সঙ্গেই বলে দেন, “দারুণ এক অভিজ্ঞতা সেটা। যে কোনও জয়ই ভাল। তবে অতীত ভুলে এখন বর্তমানে ফোকাস করতে হবে।” |