লান্স আর্মস্ট্রং, যুবরাজ সিংহের মতো তিনিও ক্যানসারজয়ী। দু’বছর আগে যকৃতের ক্যানসার ধরা পড়ার পর ফুটবল কেরিয়ারটাই শেষ হতে বসেছিল। ২০১২-য় খুড়তুতো ভাই যকৃতের কিছুটা অংশ দান করার পর সফল প্রতিস্থাপন হয় তাঁর। আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসেন এরিক আবিদাল। প্রাক্তন বার্সেলোনা তারকা এখন মোনাকোয় চুটিয়ে খেললেও পুরনো ক্লাবকে কিছুতেই ভুলতে পারছেন না। বিশেষ করে দানি আলভেজকে। আবিদালের সম্মানে ২২ নম্বর জার্সিটা নিজের জিম্মায় রাখাই শুধু নয়, অসুস্থ সতীর্থকে নিজের যকৃত্ দান করতে চেয়েছিলেন যে ব্রাজিলের তারকা ফুটবলার! |
পুরনো ক্লাবের জার্সিতে আবিদাল (ডান দিকে)। পাশে আলভেজ। |
কাতালুনিয়া রেডিওতে এ রকমই স্বীকারোক্তি ৩৪ বছর বয়সি ফরাসি ফুটবলার আবিদালের। “দানি বার্সেলোনায় আমার পুরনো জার্সিটা নিয়েছিল। ২২ নম্বর জার্সি পরেই এখন মাঠে নামে। কিন্তু ওর সঙ্গে সম্পর্কটা তার থেকেও অনেক বেশি গভীর হয়ে গিয়েছিল একটা ঘটনায়। আমার অস্ত্রোপচারের সময় ও নিজের যকৃত্ দান করতে চেয়েছিল। সেটা মেনে নেওয়ার কোনও প্রশ্ন ছিল না। কারণ ও একজন পেশাদার ফুটবলার। আমাদের সম্পর্কটা তাই বন্ধুত্বের থেকেও অনেক বেশি,” বলে দেন আবিদাল। সঙ্গে আরও যোগ করেন, “বার্সেলোনায় থাকার সময়ই আমরা খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম। সব বিষয় নিয়েই কথা হত। আমার পাশে ও দাঁড়াতে চেয়েছিল ওই সময়। তা ছাড়া মানুষটাও ভীষণ ভাল। আমরা প্রতিবেশী ছিলাম। ওর প্রাক্তন স্ত্রী আমার স্ত্রীর বন্ধুও।”
একই সঙ্গে বার্সেলোনার বিরুদ্ধে অতীতের তিক্ততা ভুলে যেতে চান বলে জানান আবিদাল। ফ্রান্সের এক সংবাদপত্রকে আবিদাল এর আগে বলেছিলেন তাঁর অসুস্থতার সময় বকেয়া মেটায়নি স্প্যানিশ ক্লাব। বার্সেলোনা যা অস্বীকার করে। এ দিন অবশ্য আবিদাল বলেন, “আমার সঙ্গে বার্সা প্রেসিডেন্ট, স্পোর্টিং ডিরেক্টর, প্রাক্তন কোচ টিটো ভিলানোভার কোনও সমস্যা নেই। সব ঠিক আছে। বার্সেলোনায় যখনই ফিরব একই রকম আনন্দ অনুভব করব যেটা সব সময়ই উপভোগ করেছি আমি।” |