সম্মান বাঁচাতে জাতীয় যুব ফুটবলে (ডা. বিসি রায় ট্রফি) দল পাঠাতে চায় আইএফএ। কিন্তু দলের কোচ তরুণ দে নিমরাজি। সোমবার তরুণ বলে দিলেন, “আমি চাই না এমন কোনও দল নিয়ে যেতে, যারা বিশ্রী ভাবে হেরে ফিরবে।” তাঁর কথা অবশ্য কার্যত মেনে নিয়েছেন আইএফএ সচিব উত্পল গঙ্গোপাধ্যায়। বলেও দিলেন, “কোচই সিদ্ধান্ত নেবে দল পাঠানো হবে কি না।”
অনুর্ধ্ব-১৭ এই টুর্নামেন্ট খেলতে রাঁচিতে বাংলার দল যাওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। কিন্তু নির্বাচিত ২৭ ফুটবলারের মধ্যে মাত্র ৬ জন পাশ করেন ডাক্তারি পরীক্ষায়। বাকিরা জাল সার্টিফিকেট জমা দেওয়ায় তাদের বাতিল করে দেওয়া হয়। তাদের শাস্তি হতে পারে, আইএফএ এই ইঙ্গিত দেওয়ায় তাদের কয়েক জনের বাবা-মা এ দিন হাজির হন আইএফএ অফিসে। তাঁরা নানা সার্টিফিকেট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, বয়সের প্রমাণপত্র সঠিক। উত্পলবাবু তাঁদের আশ্বাস দেন, “আবার পরীক্ষা করা হবে। তার পর শাস্তির সিদ্ধান্ত।”
উত্পলবাবু চান অনুর্ধ্ব-১৫ দলের যে ফুটবলারদের আইএফএ নির্বাচিত করেছে তাদের এবং বিভিন্ন অ্যাকাডেমি থেকে প্লেয়ার নিয়ে ম্যাচের আগের দিন (১৯ সেপ্টেম্বর) দল পাঠাতে। ফুটবলারদের ট্রায়ালেও ডাকা হয়েছে। উত্পলবাবু বলেন, “কোচের ফুটবলার পছন্দ হলেই টিম যাবে। নয়তো নয়।” উত্পলবাবু চেষ্টা চালালেও তাতে সায় নেই কোচের। উত্পলবাবুর পাশে বসেই তরুণ দে বললেন, “অনুশীলন ছাড়া কী ভাবে একটি টুর্নামেন্ট খেলতে দল নিয়ে যাব জানি না। তবু দেখি কাল কী করা যায়!”
সাধারণত কোনও টুর্নামেন্ট থেকে হঠাত্ করে দল তুলে নেওয়া হলে শাস্তি পেতে হয়। সে জন্য আইএফএ সচিব ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ফেডারেশন এই বিষয়ে সমর্থন করেছে আইএফএ-কে। উত্পলবাবু বললেন, “ফেডারেশনের তরফে বলা হয়েছে, বয়স ভাঁড়িয়ে দল পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। আইএফএ যে পদক্ষেপ নিয়েছে তা একেবারে সঠিক।”
|