হঠাত্ করে আই লিগ থেকে মুম্বই টাইগার্স দল তুলে নেওয়ায় সমস্যায় পড়ে গিয়েছেন এই দলের ফুটবলাররা। জাতীয় দলের হয়ে সাফ কাপে খেলে আসা মোহনরাজ তো ক্লাবের এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ। সোমবার দিল্লিতে মোহনরাজ বলে দিলেন, “আমি আই লিগ খেলার জন্যই মুম্বই টাইগার্সে সই করেছিলাম। এখন তো অন্য কোনও দলে যোগ দিতেও পারব না। আর আই লিগ না খেললে কোনও লাভ নেই ফুটবলারদের। জাতীয় দলে সুযোগ পেতে হলে আই লিগ খেলতেই হবে।” সোমবার মহমেডানের কাছে হেরে ডুরান্ডের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে মুম্বই টাইগার্স। এরপরই মোহনরাজ ক্লাব সম্পর্কে নিজের হতাশা ও বিরক্তির কথা খোলামেলা ভাবেই বলে দিলেন, “কর্পোরেট টিম হবে। সেরা সুবিধাগুলো পাব। ভাল ফুটবলার নিয়ে সেরা দল হবে। এ সব ভেবেই তো এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কে জানত শেষ মুহূর্তে দলই তুলে নেবে ক্লাব কর্তৃপক্ষ। এখন আই লিগের মূল পর্বে খেলার বদলে দ্বিতীয় ডিভিশন খেলতে হবে।” পাশাপাশি নিজেকে কিছুটা আশ্বস্ত করার ঢঙেই বললেন, “ক্লাবের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, এই বছর দ্বিতীয় ডিভিশন আই লিগ খেললেও পরের বছর আই লিগের মূল পর্বে খেলবে মুম্বই টাইগার্স। এবং দলের জন্যও বড় ভাবনাচিন্তাও রয়েছে। তবু এ বছরটা তো নষ্ট হল!”
|
তিন সপ্তাহেরও বেশি একে অন্যকে টুইট করতে দেখা যায়নি। তাই শেন ওয়ার্ন আর এলিজাবেথ হার্লির বিচ্ছেদের জল্পনা অস্ট্রেলিয়ার মিডিয়ায়। বছর তিনেক আগে ব্রিটিশ মডেল ও অভিনেত্রীর সঙ্গে ওয়ার্নের সম্পর্কের শুরু থেকেই মাইক্রো ব্লগিং সাইটের বড় ভূমিকা ছিল। গত তিন বছরেও যার বিরাম ছিল না। হঠাত্ সেই অভ্যাসে ছেদ পড়তেই তীব্র হচ্ছে বিচ্ছেদের জল্পনা। তিন ছেলেকে নিয়ে ওয়ার্ন এখন অস্ট্রেলিয়ায় ছুটি কাটালেও অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় সদ্য অস্ত্রোপচারের ধাক্কা কাঠিয়ে ওঠা ছেলের সঙ্গে লিজ কিন্তু ইংল্যান্ডে। গত শুক্রবারই নিজের ৪৪তম জন্মদিনের সেলিব্রেশনের পর পরিবার, বন্ধুবান্ধব, ফ্যান সবাইকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান ওয়ার্ন। লিজ ছাড়া। বিচ্ছেদের জল্পনার পিছনে এটাকেই বড় ইঙ্গিত বলে ধরা হচ্ছে। তা ছাড়া কয়েক দিন আগে ওয়ার্ন ধোঁয়াশা ভরা টুইট করেন। লিজকেও দেখা যায় টুইট করতে, “যত বেশি পুরুষদের জানছি, তত বেশি নিজের কুকুরকে ভালবাসছি।” বছর তিনেক আগেও ওয়ার্ন-লিজ সম্পর্কে চিড় ধরেছিল। পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়। তার কয়েক মাস পরেই বাগদান পর্বও সেরে ফেলেন এই জুটি।
|
ড্যানিশ সুপারলিগার প্রথম সারির দল এফ সি ভেস্টজিল্যান-এ ট্রায়াল দিতে বুধবার ডেনমার্ক উড়ে যাচ্ছেন সুব্রত পাল ও গৌরমাঙ্গী সিংহ। জাতীয় দলের এই দুই তারকার ফেরার কথা ১৫ ডিসেম্বর। প্রায় তিন মাস ধরে ডেনমার্কের দলটির সঙ্গে নিয়মিত ট্রেনিং করবেন সুব্রতরা। দুই ভারতীয়ের কাউকে মনে ধরলে স্বাধীনতা-উত্তর যুগে এই প্রথম ইউরোপের কোনও সর্বোচ্চ ডিভিশন লিগ দলে খেলার সুযোগ পাবেন কোনও ভারতীয় ফুটবলার। সুযোগটা কাজে লাগাতে বেশ প্রতিজ্ঞাবদ্ধ সুব্রত। বলেছেন, “গত বছর লিপজিগের ক্লাবে খেলার পর এটা আমার সামনে একটা দুরন্ত দ্বিতীয় সুযোগ। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” গত মরসুমে ডেনমার্কের প্রথম ডিভিশন লিগে রানার্স হওয়ার সুবাদে সুপারলিগায় প্রোমোশন পেয়েছে ২০০৮-এ প্রতিষ্ঠিত ক্লাবটি। যারা এফ সি ভি ভাইকিং নামেও পরিচিত। আইএমজিআর লিগের সঙ্গে চুক্তিবদ্ধ সুব্রত-গৌরমাঙ্গীর সামনে এই সুযোগ এসেছে একটি আন্তর্জাতিক পানীয় সংস্থার উদ্যোগে।
|
বৃষ্টিতে টানা নাজেহাল হওয়ার পর হচ্ছে স্থানীয় চ্যালেঞ্জার ট্রফি। এখনও পর্যন্ত যা ঠিক আছে, টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। ফাইনাল ৯ অক্টোবর। কিন্তু টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা যতটা কড়া হবে বলে মনে করা হচ্ছিল, ততটা মোটেই হচ্ছে না। প্রথমে ভাবা হচ্ছিল যে মুম্বই বা তামিলনাড়ুর মতো কোনও শক্তিশালী রাজ্য টিমকে আনা হবে। যেহেতু এ বারের টুর্নামেন্ট জাঁকজমকে করতে চাইছিল সিএবি। কিন্তু বৃষ্টিতে টুর্নামেন্ট নিয়ে এতটাই সংশয় তৈরি হয় যে, এদের হাজির করা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, প্রথমে যে দু’টো টিমকে আনা হবে বলে ঠিক করা হয়েছিল, তাদের মধ্যে ওড়িশাও জানিয়ে দিয়েছে তারা আসছে না। সোজা কথায়, টুর্নামেন্ট হলেও সেটা হচ্ছে তিন দলের। বাংলা, বাংলা ‘এ’ ও ঝাড়খণ্ড। এ দিকে ইডেন এখনও তৈরি নয় বলে বাংলা ক্রিকেটারদের প্র্যাক্টিস সরছে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে। বুধবার থেকে।
|
সুব্রত কাপের অনূর্ধ্ব সতেরোর ফাইনালে জলপাইগুড়ির রাজগড় মহেন্দ্রনাথ স্কুলকে টাইব্রেকারে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন চৌবাগা স্কুল। ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে নির্দিষ্ট সময়ে ফল গোলশূন্য থাকায় ম্যাচ টাইব্রেকারে যায়। কিন্তু টাইব্রেকারে একটাও গোল করতে পারেনি মহেন্দ্রনাথের ফুটবলাররা।
|
ফুটবল ছেড়ে এখন বাইকে মেতেছেন ডেভিড বেকহ্যাম। প্রাক্তন ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ আর এলএ গ্যালাক্সি তারকা একটি বাইকার ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনে হাজির ছিলেন লন্ডনে। পপ তারকা পিক্সি লট আর মডেলিং দুনিয়ার নামকরা ব্যক্তিত্বরা থাকলেও কমলা বিএমডব্লিউ বাইক আর পাক্কা বাইকারের পোষাকে উদ্বোধনের প্রধান আকর্ষণ ছিলেন বেকসই।
|
হুগলির বিবেকানন্দ ক্লাবের আয়োজনে সারা বাংলা রাজ্য র্যাঙ্কিং টেবল চেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট অর্জুন ঘোষের। জুনিয়র ও ইউথ বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন অজুর্ন। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন অনির্বাণ ঘোষ। মেয়েদের বিভাগে সেরা ঐহিকা মুখোপাধ্যায়। |