উত্তরবঙ্গ |
মুখ্যমন্ত্রীর নিদানের দিনেই মার শিক্ষিকা, অধ্যক্ষাকে |
|
গৌর আচার্য, ইটাহার: সময়টা মঙ্গলবার দুপুর। কলকাতায় দলের ছাত্র সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এমন কিছু করবেন না, যাতে কলেজে শিক্ষক-শিক্ষিকারা দুঃখ বোধ করেন। এমন কিছু করবেন না, যাতে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের মানুষ ভুল বোঝেন। বরং বাঁ হাতে লিখে রাখুন ‘বি কুল’।” উত্তর দিনাজপুরের ইটাহারে মেঘনাদ সাহা কলেজে তখনই চলছে ধুন্ধুমার। পরীক্ষায় টোকাটুকি করার অভিযোগে দলীয় নেতার স্ত্রীর খাতা কেড়ে নেওয়া হয়েছিল। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: এক পুলিশ অফিসারকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে এক প্রাক্তন সেনা জওয়ানকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করল মালদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় কোর্ট) বিভাস পট্টনায়ক। পাশাপাশি, পুলিশের কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে প্রাক্তন সেনা জওয়ানের স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী ২৯ অগস্ট সাজা ঘোষণা করবে আদালত। |
২৯শে রায়, পুলিশ-খুনে
দোষীসাব্যস্ত প্রাক্তন সেনা |
|
পুর-এলাকা বাড়ছে কোচবিহারে |
|
কোচবিহারে নারায়ণী মুদ্রা ফেরাতে উদ্যোগ |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
কোণঠাসা গুরুঙ্গের মুখে অন্য প্রস্তাব |
|
রেজা প্রধান, দার্জিলিং ও সংগ্রাম সিংহ রায়, কালিম্পং: আলাদা রাজ্যের দাবির ব্যাপারে কেন্দ্র সাড়া না-দিলে ‘অন্য প্রস্তাব’ দিতে চান বিমল গুরুঙ্গ! ক’দিন আগেই পরোক্ষে রাজ্যকে আলোচনার বার্তা দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান। কিন্তু সেই ইঙ্গিত উড়িয়ে পাহাড়ের আন্দোলনের প্রতি আরও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে মোর্চার একাধিক শীর্ষস্থানীয় নেতাকে। অন্য দিকে দিল্লির কাছ থেকেও গোর্খাল্যান্ডের দাবি সম্পর্কে কোনও সাড়া পাননি গুরুঙ্গ। |
|
রাস্তার কাজ বন্ধ শিলিগুড়িতে, ব্যবসায়ীদের পর ক্ষুব্ধ মৃৎশিল্পীরাও |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ঠিকাদাররা রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দেওয়ায় বিধান মার্কেটের ব্যবসায়ীদের পরে এ বার অভিযোগ জানালেন শিলিগুড়ির কুমারটুলির শিল্পীরাও। মঙ্গলবার শিলিগুড়ি কুমোরটুলির সম্পাদক সত্য পাল মেয়রের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, শিলিগুড়ির কুমোরটুলিতেও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। ঠিকাদাররা আন্দোলন করতে নেমে তা বন্ধ করে দিয়েছেন। অথচ সামনে ‘গণপতি’ পুজো। রাস্তা ঠিক না হলে বড় মূর্তি কুমোরটুলি থেকে বার করা মুশকিল হবে। |
|
|
শ্লীলতাহানির নালিশ অভিযুক্তের স্ত্রী-র’ও |
|
টুকরো খবর |
উত্তরের কড়চা |
|
চিত্র সংবাদ |
|
|