লন্ডনে নিলামে তোলার আগেই ‘নারায়ণী মুদ্রা’ ফিরিয়ে আনার দাবিতে সরব কোচবিহার। ইতিমধ্যে পুরাতত্ত্ব সর্বেক্ষণ ছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সে দাবি জানিয়ে চিঠি লিখেছে কোচবিহার হেরিটেজ সোসাইটি। পুরাতত্ত্ব সর্বেক্ষণ সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনের ‘স্প্রিংক’-এ মুদ্রা নিলামে তোলা হবে। ‘নারায়ণী মুদ্রার’ পাশাপাশি ত্রিপুরা, অসম, সিকিম এবং উত্তরপূর্ব ভারতের দুষ্প্রাপ্য বিভিন্ন মুদ্রা নিলামে তোলা হবে। সেখানে লন্ডন-সহ পৃথিবীর অন্য দেশের সংগ্রহশালার কর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরূপজ্যোতি মজুমদার বলেন, “উত্তর-পূর্ব ভারতের ইতিহাস চর্চা ও এ অঞ্চলের পর্যটনের স্বার্থে মুদ্রাগুলি বিদেশের সংগ্রহশালার বদলে ভারতীয় সর্বেক্ষণের সংগ্রহশালায় হওয়া উচিত। সে জন্যই আমরা ওই দাবি তুলেছি।” তিনি জানিয়েছেন, পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা সার্কেলের আধিকারিকের পাশাপাশি ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সংস্থার পক্ষ থেকে চিঠি দিয়ে এই দাবির কথা জানানো হয়েছে।
পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকেই রাজবাড়ি সংগ্রহশালায় কয়েন গ্যালারি তৈরির সিদ্ধান্ত হয়। কাজ প্রায় শেষ বলে পুরাতত্ব সবের্ক্ষণের কলকাতার অধীক্ষক তপনজ্যোতি বৈদ্য জানান। তিনি বলেন, “বেশ কিছু মুদ্রা উদ্ধার হয়েছে। সেগুলি সংগ্রহশালায় রাখা হবে। খুব দ্রুত ওই সংগ্রহশালা উদ্বোধন করা হবে।” লন্ডনে ‘নারায়ণী মুদ্রা’-সহ উত্তর পূর্ব ভারতের দুষ্প্রাপ্য মুদ্রার নিলামের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সর্বেক্ষণ সূত্রের খবর। সর্বেক্ষণ সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ মুদ্রা বিশারদ নিকোলাস রোডস দীর্ঘদিন ‘নারায়ণী’ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন মুদ্রা নিয়ে চর্চা করেন। সে সময় তিনি কোচবিহার এবং সিকিম সহ উত্তর-পূর্বের বিভিন্ন স্থান থেকে মুদ্রা সংগ্রহ করে লন্ডনে নিয়ে যান। সম্প্রতি নিকোলাসের মৃত্যুর পর তাঁর সংগ্রহে থাকা মুদ্রা নিলামের সিদ্ধান্ত হয়। কোচবিহারে সে খবর পৌঁছনোর পরেই তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সংগ্রহে আনার দাবি তোলা হয়। অরূপবাবু বলেন, ওই মুদ্রাগুলি কোচবিহারের নিজস্ব। সেগুলি একটি ইতিহাস বহন করে। যে ভাবেই হোক সেগুলি ফিরিয়ে আনতে হবে।”
কোচবিহারে রাজ-শাসন চলার সময়ে ওই মুদ্রার প্রচলন ছিল। বেশ কিছু মুদ্রায় রাজাদের ছবি রয়েছে। কোনটা কত সালের, কোন রাজার সময়ের তারও উল্লেখ রয়েছে। বছর খানেক আগে ফালাকাটা থেকে প্রায় চারশ বছর পুরোনো বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। তাতে কোচবিহারের রাজা লক্ষক্ষ্মীনারায়ণের নাম রয়েছে। পাশাপাশ, কোচবিহারের কোতোয়ালি থানার কালীমারির একটি গ্রাম থেকে বেশ কিছু মুদ্রা উদ্ধার হয়। পুরাতত্ত্ব সর্বেক্ষণ সূত্রের খবর উদ্ধার হওয়া এক একটি মুদ্রার ওজন প্রায় ৫ গ্রাম। হেরিটেজ সোসাইটির সদস্যরা এই প্রসঙ্গে বলেছেন, “যে মুদ্রাগুলি সর্বেক্ষণের হাতে রয়েছে সেগুলি দিয়ে সংগ্রহশালা চালু হলে আলাদা মাত্রা পাবে। এরই পাশাপাশি, লন্ডন থেকে নিকোলাসের সংগ্রহে থাকা মুদ্রাগুলিও ফিরিয়ে আনা গেলে এই সংগ্রহশালা আরও সমৃদ্ধ হবে। রাষ্ট্রপতি এ বিষয়ে উদ্যোগী হবেন বলে আশা করছি।” |