টুকরো খবর
নাবালিকাকে ধর্ষণের নালিশ
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার মরাঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে গুরুতর জখম অবস্থায় বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই নাবালিকার বাড়ি মরাঘাট এলাকায়। ধর্ষণে জড়িত সন্দেহে এক যুবককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত পি জাভালগি বলেন, “মেয়েটিকে সম্ভবত ধর্ষণ করা হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষা করা হবে।” মেয়েটির গলায় দড়ির দাগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, রাত ৯ টা নাগাদ বানারহাট থেকে ৪ কিলোমিটার দূরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে মেয়েটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। এলাকার প্রাক্তন কংগ্রেস উপ-প্রধান বলরাম রায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এলাকাটি জঙ্গল ও ঝোপেঝাড়ে ভরা। পরে ওই এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে আটক করে বানারহাট থানায় নিয়ে আসে। ওই যুবক পুলিশকে জানিয়েছে, সে ওই মেয়েটির পাড়ায় থাকে। মেয়েটিও মরাঘাটেরই বাসিন্দা। সে তাকে খুঁজতে এসেছিল। সে দু’জন যুবককে বাইক নিয়ে পালাতে দেখেছে বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

তিন দফা দাবিতে দফতরে বিক্ষোভ
আবাসন মেরামতি সহ তিন দফা দাবিতে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে বিক্ষোভ দেখাল রেলের কর্মী সংগঠন। এদিন মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্ষোভ চলে। এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের বিভাগীয় সম্পাদক বিজন দেব রায় অভিযোগ করে বলেছেন, “রেল কর্মীদের আবাসন বেহাল। আলিপুরদুয়ার জংশন রেল শহরের নিকাশি ব্যবস্থা এবং রাস্তাও দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না।” এরই পাশাপাশি কর্মীদের সংগঠনের তরফে অভিযোগ, জংশনে কর্মী র একাংশকে এনজেপি থেকে কাজ করানো হচ্ছে। ওই কর্মীদের আলিপুরদুয়ারে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, সংগঠনের দাবি বিবেচনা করা হচ্ছে।

গ্রেফতার আট
ভেজাল গুটখা তৈরির কারখানায় হানা দিয়ে গুটখা তৈরির সামগ্রী সহ ৮ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। মঙ্গলবার দুপুরে নিউ জলপাইগুড়ি ফাঁড়ি এলাকার ঠাকুরনগরে এই কারখানায় হানা দেয় পুলিশ। কারখানা থেকে মালিক ও কর্মী সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাম কুমার, বচ্চন লাল, প্রেম কুমার, গৌরব শর্মা, মুকেশ কুমার, গণেশ শঙ্কর যাদব, ছট্টু সিংহ, আরিয়ান বাজপেয়ি ওরফে শ্রীকান্ত সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর মাল বাজেয়াপ্ত করা হয়েছে।

অনশন চার দিনে
ফালাকাটা হাসপাতালে ভর্তি অসুস্থ এক অনশনকারী। ছবি: রাজকুমার মোদক।
রিলে অনশন চালিয়ে সোমবার রাতে ফালাকাটা বিএড কলেজের ৫ পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও এক জনকে ফালাকাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসতে চেয়ে গত শনিবার থেকে বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতির বাড়ির সামনে রিলে অনশন শুরু করেছেন পড়ুয়ারা। এখনও পর্যন্ত ৭ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। সোমবার অসুস্থ হয়ে পড়া ৪ পড়ুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ফের অনশন মঞ্চে সামিল হয়েছেন। কলেজের পড়ুয়ারা জানিয়েছেন, শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরে গত জুলাই মাসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে সংশয় তৈরি হয়। পড়ুয়াদের অভিযোগ, কলেজ কতৃর্পক্ষ প্রথমে বিষয়টি নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিলেও কোনও ফল মেলেনি। গত ৫ অগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অনান্য কলেজগুলিতে পরীক্ষা শুরু হয়ে গেলেও ফালাকাটা কলেজের পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারেননি। গত শনিবার থেকে কলেজের সভাপতির বাড়ির সামনে সুদ সমেত জমা টাকা ফেরতের দাবিতে রিলে অনশন শুরু করেছেন কলেজের পড়ুয়ারা। এ দিকে পরিচালন সমিতির সভাপতি বিজন পাল বলেন, “হাইকোর্টে পরীক্ষা নিয়ে মামলা চলায় কলকাতায় রয়েছি। সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”
পুরনো খবর:
বিক্ষোভ
আবাসন মেরামতি সহ তিন দফা দাবিতে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে বিক্ষোভ দেখাল রেলের কর্মী সংগঠন। এদিন মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বিক্ষোভ চলে। এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের বিভাগীয় সম্পাদক বিজন দেব রায় অভিযোগ করে বলেছেন, “রেল কর্মীদের আবাসন বেহাল। আলিপুরদুয়ার জংশন রেল শহরের নিকাশি ব্যবস্থা এবং রাস্তাও দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না।” এরই পাশাপাশি কর্মীদের সংগঠনের তরফে অভিযোগ, জংশনে কর্মী র একাংশকে এনজেপি থেকে কাজ করানো হচ্ছে। ওই কর্মীদের আলিপুরদুয়ারে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, সংগঠনের দাবি বিবেচনা করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.